ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্বস্তির ঈদযাত্রা

ঈদে ঘরমুখো মানুষের বাড়ি ফেরা শুরু হয়েছে। এবারের ঈদযাত্রায় নির্বিঘ্নে বাড়ি ফিরছেন মানুষ। ফাঁকা রয়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। দেশের গুরুত্বপূর্ণ এ মহাসড়কে নেই গাড়ির চাপ।

শুক্রবার (২৮ মার্চ) সকাল থেকে মহাসড়কের কুমিল্লার ১১৪ কিলোমিটার অংশে একই দৃশ্য দেখা গেছে।

মহাসড়কের দাউদকান্দি থেকে চৌদ্দগ্রাম অংশে মোট ১২টি স্থান যানজটের হটস্পট বলে চিহ্নিত করেছে হাইওয়ে পুলিশ। চিহ্নিত সেসব স্থানে পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে। মহাসড়কে এক হাজারের অধিক পুলিশ সদস্য, দুই শতাধিক রোভার স্কাউট সদস্য এবং সেনাবাহিনী ও আনসার সদস্য নিয়োজিত আছেন। যানজট ছাড়াই নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা।

ঢাকা থেকে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় আসা রবিউল আলম নামের এক যাত্রী বলেন, আড়াই ঘণ্টার মধ্যে কুমিল্লায় এসে নামলাম। কোথাও কোনো যানজট দেখিনি। ভোগান্তি ছাড়াই গন্তব্যে আসতে পেরে ভালো লাগছে।

চট্টগ্রাম থেকে কুমিল্লায় আসা মো. খোকন ঢাকা পোস্টকে বলেন, কোথাও কোনো জ্যাম পড়েনি। কাঙ্ক্ষিত সময়ে কুমিল্লা এসেছি। মহাসড়ককে যানজটমুক্ত রাখায় কর্তৃপক্ষকে ধন্যবাদ।

হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার খাইরুল আলম বলেন, মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো যানজটের সৃষ্টি হয়নি। ঈদ শেষ করে মানুষ বাড়ি থেকে ফেরা পর্যন্ত সব কার্যক্রম অব্যাহত থাকবে