ঢিলেঢালা চলছে সরকারি অফিস, সচিবালয়ে উপস্থিতি কম

শনিবার (১৭ মে) সাপ্তাহিক ছুটির দিনে চলছে সব সরকারি অফিস। খুলেছে ব্যাংক ও শেয়ার বাজারও। তবে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতি অন্যান্য দিনের তুলনায় কম।

এবার ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। এ জন্য আগামী ১১ ও ১২ জুন (বুধ ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করেছে সরকার। তবে এর আগে ১৭ ও ২৪ মে শনিবার সরকারি ছুটির দিনে অফিস খোলা রাখা হয়েছে।

অন্যান্য কর্মদিবসের মতো শনিবারও সকাল ৯টায় খুলেছে সরকারি অফিস। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সচিবালয়ের জনপ্রশাসন, বাণিজ্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, খাদ্য মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ঘুরে দেখা গেছে, কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতি অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম।

সচিবালয়ের ৬ ও ৭ নম্বর ভবনের মধ্যবর্তী, ৪ নম্বর ভবনের উত্তর পাশের গাড়ি রাখার স্থান কিছুটা ফাঁকা রয়েছে। অন্যান্য দিন যেখানে হেঁটেই চলাচল করা দায়, সেখানে আজকে বেশ ফাঁকা ফাঁকা লাগছে।

বিভিন্ন মন্ত্রণালয়ের কোনো কোনো অতিরিক্ত সচিব ও যুগ্ম-সচিব অফিসে আসেননি। কেউ কেউ দেরি করে অফিসে এসেছেন। কর্মচারীদেরও অনেককে অনুপস্থিত দেখা গেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে জানান, ছুটির দিনে অফিস খোলা থাকলে উপস্থিতি কিছুটা কমই থাকে। কারণ অনেকেই গ্রামেসহ বিভিন্ন জায়গায় চলে যান। কেউ কেউ ছুটিও নেন।

আজকে যে অফিস খোলা, কোনো কোনো কর্মচারী সেটি ভুলেও গেছেন বলেও জানা গেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মচারী নাম প্রকাশ না করে বলেন, অন্য মন্ত্রণালয়ের আমার এক বন্ধুকে সকালে ফোন দিলাম। সে ফোন ধরলো না। অনেকক্ষণ পরে ফোন ব্যাক করে বললো ছুটির দিনে ফোন দিছিস কেন? আমি বললাম আমি অফিসে।

আজকে যে অফিস খোলা সেটা সে জানেই না বলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওই কর্মচারী।

অফিস খোলা থাকলেও সচিবালয়ে দর্শনার্থীর সংখ্যাও কম। উপস্থিতি কিছুটা কম, এর ওপর দর্শনার্থীও কম থাকায় সচিবালয়ের লিফটগুলোর সামনে অন্যান্য দিনের মতো ভিড় দেখা যায়নি।

সচিবালয়সহ সব সরকারি অফিস চলবে বিকেল ৫টা পর্যন্ত।

উপদেষ্টা পরিষদের সভায় অনুমোদনের পর গত ৭ মে ঈদে নির্বাহী আদেশে দুদিন (১১ ও ১২ জুন) ছুটি ঘোষণা এবং ছুটির দিনে (১৭ ও ২৪ মে) অফিস খোলা রাখার বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, সাপ্তাহিক ছুটির দুই দিন (১৭ ও ২৪ মে) সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা থাকবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৭ জুন দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এবার ঈদুল আজহায় ৫ থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

আগে থেকেই এবার ঈদুল আজহার ছুটি ৫ থেকে ১০ জুন মোট ছয় দিন নির্ধারণ করা ছিল। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ১১ ও ১২ জুনও ছুটি ঘোষণা করায় ৫ থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।