তথ্য নিরাপত্তায় ২০২৫ সালের ISO সার্টিফিকেট পেল বাংলালিংক

তথ্যের সুরক্ষায় আন্তজাতিকভাবে স্বীকৃত মানদণ্ড ‘ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্ট সিস্টেমস’ (আইএসএমএস) -এর সফল বাস্তবায়নের জন্য সম্মানজনক আইএসও সনদ অর্জন করেছে দেশের শীর্ষস্থানীয় উদ্ভাবনী ডিজিটাল অপারেটর বাংলালিংক।

মর্যাদাপূর্ণ এ সনদ সাইবার নিরাপত্তায় বাংলালিংকের কার্যক্রম পরিচালনাগত সক্ষমতা নিশ্চিত করার পাশাপাশি গ্রাহকের তথ্যের সুরক্ষায় প্রতিষ্ঠানটির দৃঢ় প্রতিশ্রুতির প্রতিফলন।
দেশের প্রথম সারির টেলিকম অপারেটরগুলোর মধ্যে বাংলালিংক অন্যতম, যারা আইএসও/আইইসি ২৭০০১:২০২২ সনদ অর্জন করেছে। এ মাইলফলক অর্জনে প্রতিষ্ঠানটি আইএসও’র সর্বশেষ সংস্করণের মানদণ্ড অনুযায়ী নিজেদের কার্যক্রম পরিচালনা করেছে, যার মাধ্যমে বাংলালিংক টেলিকম খাতে অনন্য উদাহরণ স্থাপন করেছে। এ সনদ পাওয়ার জন্য প্রতিষ্ঠানটিকে তথ্য নিরাপত্তা পদ্ধতি বাস্তবায়ন, এর নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং ধারাবাহিকভাবে উন্নয়ন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। বাংলালিংক দীর্ঘদিন ধরেই একটি শক্তিশালী ও নির্ভরযোগ্য নিরাপত্তা অবিকাঠামো তৈরিতে নিরলস কাজ করে চলেছে। প্রতিষ্ঠানটির এ উদ্যোগ নেটওয়ার্কে অননুমোদিত অ্যাকসেস প্রতিহত করাসহ নানা ধরনের ঝুঁকি হ্রাসে কার্যকর ভূমিকা রেখেছে। বাংলালিংক কেবল গ্রাহকের তথ্যের সুরক্ষাই নিশ্চিত করছে না, একইসাথে নিরাপদ ও মানসম্পন্ন সেবাও প্রদান করছে।

এ সনদ প্রদানে বাংলালিংকের পরিচালন কাঠামো, নীতিমালা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতার কঠোর মূল্যায়ন করা হয়। প্রতিষ্ঠানটি তথ্যের গোপনীয়তা, সুরক্ষা ও ব্যবস্থাপনা নিয়ে ৬০টিরও বেশি নীতিমালা বাস্তবায়ন করেছে। পাশাপাশি, বাংলালিংকের সার্বক্ষণিক (২৪/৭) মনিটরিং ব্যবস্থার মধ্যে রয়েছে নেটওয়ার্ক অপারেশনস সেন্টার (এনওসি) ও সিকিউরিটি অপারেশনস সেন্টার (এসওসি) থেকে রিয়েল-টাইম নজরদারি ও তদারকি ব্যবস্থা, যার মাধ্যমে নেটওয়ার্কের নিরাপত্তা, স্থিতিশীলতা ও কার্যকারিতা নিশ্চিত করা হয়। বাংলালিংকের কার্যকরী পরিচালন ব্যবস্থা ও অবকাঠামো প্রতিষ্ঠানটির গ্রাহকদের প্রতি অঙ্গীকারেরই প্রতিফলন এবং একইসাথে মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক মানদণ্ড পূরণে সক্ষমতার প্রমাণ।

এছাড়াও, বৈশ্বিকভাবে গুরুত্বপূর্ণ সকল মানদণ্ডের সাথে সামঞ্জস্য রাখতে প্রতিষ্ঠানটি নিয়মিত অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরীক্ষা পরিচালনা করে। পাশাপাশি, নিজেদের কর্মীদের তথ্য নিরাপত্তা ও ঝুঁকি ব্যবস্থাপনার সেরা অনুশীলনীগুলো সম্পর্কে সচেতন করতে নিয়মিত তাদের প্রশিক্ষণ প্রদান করে বাংলালিংক।

এ সনদ অর্জন নিয়ে বাংলালিংকের চিফ টেকনোলজি অ্যান্ড ইনফরমেশন অফিসার (সিটিআইও) হুসেইন টার্কার বলেন, “গ্রাহকদের সবচেয়ে সুরক্ষিত ও নির্ভরযোগ্য সেবা প্রদানের ক্ষেত্রে আমাদের যাত্রায় এক নতুন অধ্যায় যুক্ত করেছে আইএসও সনদ। ২০১৩ সাল থেকেই আমরা তথ্যের সুরক্ষা নিশ্চিত করা, কার্যকরী ঝুঁকি ব্যবস্থাপনা তৈরি করা এবং নিয়ন্ত্রক সংস্থার নীতিমালা ও মানদণ্ড পূরণে কাজ শুরু করি। এই অর্জন আমাদের এক দশকেরও বেশি সময়ের নিরলস শ্রমের স্বীকৃতি। বাংলালিংক শুধুমাত্র নিজেদের নেটওয়ার্কই নয়, গ্রাহকদের আস্থাও সুরক্ষিত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। দ্রুত পরিবর্তনশীল ডিজিটাল বিশ্বে আমরা উদ্ভাবনের সঙ্গে সঙ্গতিপূর্ণ নিরাপদ, গ্রাহককেন্দ্রিক ডিজিটাল সেবা দিতে বদ্ধপরিকর। এই সনদ কেবল প্রযুক্তিগত অর্জন নয়, এটি ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকার প্রতি আমাদের দায়বদ্ধতার প্রতিফলন।”

এধরনের খবর পড়তে ভিজিট করুন সোনালি বাংলা নিউজ