শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম বলেছেন, শিক্ষা মন্ত্রণালয়ে ভর্তি ও বদলি নিয়ে প্রচুর তদবির আসে। আমরা তদবিরমুক্ত মন্ত্রণালয় গড়তে চাই। কিন্তু এ লটারি পদ্ধতিটা বাদ দিলে তদবিরের যন্ত্রণা এতটা বাড়বে যে, আমাদের অফিস করা দায় হয়ে পড়ত।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত লটারি অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. খ ম কবিরুল ইসলাম বলেন, আমি অতিরিক্ত সচিব থাকাকালে এবার ভর্তির নীতিমালাটা তৈরি করা হয়। সে সময় আমি এটা নিয়ে কাজ করেছি। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে ভর্তিতে লটারি বাদ দিয়ে পরীক্ষা নেওয়ার দাবি উঠেছিল। আমরা অনেক ভেবেচিন্তে সেই পথে হাঁটিনি। লটারি পদ্ধতি বহাল রেখেছি। এটিকেই উত্তম মনে করেছি।
সচিব বলেন, লটারি না থাকলে কী হবে—এমন প্রশ্ন প্রায়ই ওঠে। লটারি না থাকলে ভালো শিক্ষার্থীদের নিয়ে ভালো ফলাফল করে দেখায় অনেক প্রতিষ্ঠান। আর খারাপ শিক্ষার্থীদের ভর্তি নেন না তারা। এটা তো হতে দেওয়া যাবে না। ভালো ছাত্র নিয়ে ভালো ফল দেখানোর খেলা শেষ করতেই লটারি সিস্টেম সবচেয়ে উত্তম। তদবিরও বন্ধ হবে।
ডিজিটাল লটারি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী মর্যাদা) অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে অংশ নিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের। তাছাড়া লটারির টেকনিক্যাল ব্যবস্থাপনায় টেলিটকের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নিয়েছেন।