তিউনিশিয়া থেকে ১৫৬ কোটি ব্যয়ে ২৫ হাজার টন সার কিনবে সরকার

রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির আওতায় তিউনিশিয়া থেকে ২৫ হাজার টন টিএসপি সার আমদানির অনুমোদন দিয়েছে সরকার। এই টিএসপি সার আমদানি করতে মোট ব্যয় হবে ১৫৬ কোটি ৬৯ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা।

বুধবার (৭ মে) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে ভার্চুয়ালি অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে রাষ্ট্রয় পর্যায়ে তিউনিশিয়ার জিসিটি এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ২৫ হাজার টন টিএসপি সার আমদানির প্রস্তাব উপস্থান করা হয়। সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি প্রস্তাবটি পর্যালোচনা করে ১৫৬ কোটি ৬৯ লাখ ৩৭ হাজার ৫০০ টাকায় এই সার আমদানির অনুমোদন দিয়েছে। প্রতি টন টিএসপি সারের মূল্য ৫১৩.৭৫ মার্কিন ডলার।

জানা গেছে, বিএডিসি ২০০৮-০৯ অর্থবছর থেকে তিউনিশিয়া হতে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে সার আমদানি করছে। ইতোপূর্বে সম্পাদিত চুক্তির কার্যক্রম সম্পন্ন হওয়ায় গত ২৯ এপ্রিল পুনরায় চুক্তি নবায়ন করা হয়।

২০২৪-২৫ অর্থবছরে বিএডিসি কর্তৃক টিএসপি সার আমদানির লক্ষ্যমাত্রা ৩ লাখ ৩৭ হাজার টন। এর মধ্যে তিউনিশিয়ার জিসিটি থেকে ৬টি লটে আমদানি করা হবে ১ লাখ ৫০ হাজার টন।