থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের জীবন রক্ষায় আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন-এর যৌথ উদ্যোগে রক্তদান কর্মসূচি আয়োজিত হয়েছে।
গত ২২ মে রাজধানীর পুরানা পল্টনস্থ আইএফআইসি টাওয়ারের মাল্টিপারপাস হল-এ দিনব্যাপী এই কর্মসূচিতে ব্যাংকের কর্মীরা অংশগ্রহণ করেন। রক্তদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা। তিনি ভবিষ্যতে এ ধরনের রক্তদান কর্মসূচি আরো বড় পরিসরে আয়োজনের আগ্রহ প্রকাশ করেন।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান প্রফেসর ড. সৈয়দা মাসুমা রহমান, আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ইনফরমেশন অফিসার মোঃ মনিতুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অব ব্রাঞ্চ বিজনেস মোঃ রফিকুল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অব এইচআর এন্ড লজিস্টিকস কে এ আর এম মোস্তফা কামাল এবং উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।
আয়োজিত কর্মসূচি থেকে সংগৃহীত রক্ত থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুদের চিকিৎসায় ব্যবহার করা হবে।