ঈদের তৃতীয় দিন দর্শনার্থীদের জন্য খোলা আছে বিজ্ঞান ও শিক্ষামূলক বিনোদন কেন্দ্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার। অপরদিকে শিক্ষা, গবেষণা এবং ঐতিহ্য সংরক্ষণ কেন্দ্র বাংলাদেশ জাতীয় জাদুঘর বন্ধ থাকছে।
বুধবার (২ মার্চ) সকালে জাতীয় জাদুঘর কর্তৃপক্ষের কথা বলে ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারের ওয়েবসাইট ঘুরে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ জাতীয় জাদুঘর
জাদুঘরের সচিব (অতিরিক্ত দায়িত্ব) মো. সাইফুল ইসলাম জানান, জাতীয় জাদুঘর ঈদের দিন খোলা ছিল। এরপর থেকে আগামীকাল ৩ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। আগামী ৪ এপ্রিল থেকে দর্শনার্থীদের জন্য যথারীতি খোলা থাকবে।
বাংলাদেশ জাতীয় জাদুঘর দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম প্রধান সংরক্ষণাগার। এটি ১৯১৩ সালে প্রতিষ্ঠিত হলেও ১৯৮৩ সালে বর্তমান নাম ধারণ করে। এখানে প্রাচীন বাংলার ঐতিহ্যবাহী নিদর্শন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানসহ বিভিন্ন জনগোষ্ঠীর সাংস্কৃতিক উপাদান সংরক্ষিত রয়েছে। মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল সংগ্রহ জাদুঘরের অন্যতম আকর্ষণ।
জাদুঘরে সংরক্ষিত ঐতিহাসিক নিদর্শনগুলোর মধ্যে রয়েছে— প্রস্তর ও ধাতব ভাস্কর্য, পোড়ামাটির ফলক, প্রাচীন ও মধ্যযুগীয় মুদ্রা, শিলালিপি, তুলট কাগজ ও তালপাতায় লেখা সংস্কৃত, বাংলা ও আরবি-ফার্সি পাণ্ডুলিপি, মধ্যযুগীয় অস্ত্রশস্ত্র, বাংলাদেশের দারু ও কারুশিল্প, নকশিকাঁথা, সমকালীন ও বিশ্বসভ্যতার চিত্রকলা ও ভাস্কর্য। এছাড়া বাংলাদেশের গাছপালা, পশুপাখি, শিলা ও খনিজসহ বিভিন্ন প্রাকৃতিক নিদর্শনও এখানে সংরক্ষিত রয়েছে।
দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ জাদুঘর হিসেবে পরিচিত বাংলাদেশ জাতীয় জাদুঘরে ৯৩ হাজার ২৪৬টি নিবন্ধিত নিদর্শন রয়েছে। রাজধানী ঢাকার শাহবাগে অবস্থিত চারতলা বিশিষ্ট এই জাদুঘরের ৪৬টি গ্যালারিতে প্রায় ৪ হাজার ১৭৮টি নিদর্শন প্রদর্শিত হচ্ছে। এছাড়াও, জাদুঘরে রয়েছে একটি সমৃদ্ধ গ্রন্থাগার, তিনটি মিলনায়তন ও দুটি প্রদর্শনী গ্যালারি, যা গবেষকদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এখানে হাজার হাজার দেশি-বিদেশি দর্শনার্থী এসে বাংলাদেশের ঐতিহ্য ও ইতিহাস সম্পর্কে সমৃদ্ধ জ্ঞান অর্জন করেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার
নভোথিয়েটারের ওয়েবসাইটে জানানো হয়েছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নভোথিয়েটার এর সব প্রদর্শনী সাপ্তাহিক ছুটির দিন (২ এপ্রিল) বুধবার ও সরকারি ছুটির দিন (৩ এপ্রিল) বৃহস্পতিবারেও চালু থাকবে। তবে এ বিষয়ে জানতে একাধিক কর্মকর্তাকে কল করেও কোন সাড়া পাওয়া যায়নি।
বিজ্ঞানচর্চা ও মহাকাশ গবেষণাকে জনপ্রিয় করতে প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার দেশের অন্যতম প্রধান বিজ্ঞান ও প্রযুক্তি কেন্দ্র। এটি রাজধানী ঢাকার তেজগাঁওয়ের বিজয় স্মরণী মোড়ের পাশে অবস্থিত। আধুনিক প্রযুক্তির সমন্বয়ে নির্মিত এই নভোথিয়েটার বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান ও মহাকাশ গবেষণার প্রতি সাধারণ মানুষের আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গোলাকার গম্বুজ আকৃতির এই থিয়েটারে দর্শনার্থীরা থ্রিডি ও ফোর-ডি প্রযুক্তির মাধ্যমে দর্শনার্থীরা মহাকাশের রহস্যময় জগৎ সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা নিতে পারেন।
নভোথিয়েটারের অন্যতম প্রধান আকর্ষণ হলো ডোম থিয়েটার, যেখানে ৩৬০-ডিগ্রি পর্দায় বিজ্ঞান ও মহাকাশবিষয়ক বিশেষ প্রদর্শনী দেখানো হয়। এখানে রয়েছে অত্যাধুনিক প্ল্যানেটারিয়াম, যা দর্শকদের মহাকাশের নানা বিষয় সম্পর্কে বাস্তবিক ধারণা দেয়। পাশাপাশি, বিভিন্ন ইন্টারেক্টিভ গ্যালারি, বিজ্ঞান প্রদর্শনী, ডিজিটাল স্কাই থিয়েটার এবং মহাকাশ অভিযানের মডেল দর্শকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা তৈরি করে। বিজ্ঞান শিক্ষাকে সহজবোধ্য করতে এখানে সৌরজগত, ব্ল্যাকহোল, গ্রহ-নক্ষত্রের গঠন ও মহাকাশযানের কার্যক্রম নিয়ে নানা দৃষ্টিনন্দন প্রদর্শনী রয়েছে। শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে তোলার লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার নিয়মিত শিক্ষামূলক কর্মশালা, সেমিনার ও প্রদর্শনীর আয়োজন করে থাকে।