দলের ‘দুষ্টু’ কর্মীদের টাইট দিয়ে রাখতে হবে: তারেক রহমান

দলের মধ্যে থাকা ‘দুষ্টু’ কর্মীদের টাইট দিয়ে রাখতে হবে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এরা বুঝেই হউক, আর না বুঝেই হউক দলের ক্ষতি করে। তাই তাদেরকে টাইট দিয়ে রাখতে হবে।

বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইল জেলা, গাজীপুর ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ৩১ দফা সংস্কার প্রস্তাব কর্মশালায় অনলাইনে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তারেক রহমান বলেন, একটা পরিবারে যেখানে ৮/১০ জন ভাই-বোন থাকে। দুই একটাকে একটু নজরে রাখতে হয় পাশের বাড়ির আমটা যেন ঢিলা না মার। এই সন্তানটাকে একটু টাইট দিয়ে রাখতে হয়। আমাদের দলের মধ্যে এমন দুষ্টু থাকতে পারে, এদেরকে টাইট দিয়ে রাখতে হবে। এরা বুঝেই হউক, না বুঝেই হউক দলের ক্ষতি করে। কিন্তু আপনাকে টাইট দিয়ে রাখতে হবে।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা একটি কথা প্রায়ই বলেন যে ভাই, মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে। হ্যা, মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। আপনাকেও তাকাতে হবে মানুষের দিকে, আপনাকেও তাকাতে হবে জনগণের দিকে, বলেন তারেক রহমান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এলাকার জনগণ আমি কিভাবে চললে আমার সঙ্গে কথা বলবে, পছন্দ করবে। আমার কি করা উচিত, কি করা উচিত না এই বিষয়ে নজর রাখতে হবে। এই বিষয় শুধু আপনাকে করলে চলবে না, আপনি যে এখানে আসছেন, গলায় যে কার্ড ঝুলিছেন সেখানে আপনার পদবি আছে। আপনি নেতৃত্ব দিচ্ছেন। আপনার নিচে হাজারজন কর্মী আছে, আপনার খেয়াল রাখতে হবে তাদেরকে। তারা যেনো গড়বড় করতে না পারে।

তিনি বলেন, আমি গতকালও বলেছি, আগামী নির্বাচন, কঠিন নির্বাচন। কিন্তু আগামী নির্বাচন করেই কি আপনারা ক্ষান্ত দিয়ে দিবেন? আগামী নির্বাচনের জন্য আপনি ৩১ দফা বলছেন, আপনি কি কি করবেন সেটা বলছেন। মানুষ দেখতে চায় আপনি কি করবেন। আপনি ১৭ বছর সুযোগ পাননি, এখন সুযোগ পেলে কি করবেন?

তিনি আরও বলেন, খালি কথায় এখন চিড়া ভিজবে না। আমাকে যেভাবে প্রশ্ন করেছেন, মঞ্চের আলোচকদের যেভাবে জিজ্ঞেস করেছেন আপনাকে ঠিক সেভাবেই জবাব দিতে হবে। জনগণ আপনাকে সেভাবেই জিজ্ঞেস করবে। জনগণকে আপনাকে মানাতে হবে, কনভিন্স করতে হবে, জনগণের বিশ্বাস আছে কিন্তু সেটাকে ধরে রাখতে হবে। পরবর্তী নির্বাচনে জয়ী হলে আপনাকে বাস্তবায়ন করে দেখাতে হবে কারণ তারও পরবর্তী নির্বাচনে কিন্তু বলতে হবে, আপনি এই এই বলেছেন, এই এই করেছেন। জনগণ দেখতে চায়।

আমরা হয়তো সব কিছু করতে পারবো না কিন্তু আমরা যদি জনগণকে দেখাতে পারি, চেষ্টা করেছি, হয়তো পুরোটা পারিনি। জনগণ নিশ্চয় সেটা বিশ্বাস করবে। জনগণের এই বিশ্বাস ধরে রাখতে হবে বলে নেতাকর্মীদের সতর্ক করেন তারেক রহমান।