দাবি পূরণের আশ্বাসে এনবিআরে কর্মবিরতি স্থগিত

দাবি পূরণের আশ্বাসে কর্মবিরতির কর্মসূচি স্থগিত করতে যাচ্ছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।

রোববার (২৫ মে) সন্ধ্যায় সংস্কার ঐক্য পরিষদের সদস্য ও এনবিআরের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, কিছুক্ষণের মধ্যেই প্রেস রিলিজ দিচ্ছি আমরা। সরকার আমাদের দাবি গুরুত্বের সঙ্গে নিয়েছে। আগামী ৩১ জুলাইয়ের মধ্যে জারি করা অধ্যাদেশে প্রয়োজনীয় সব সংশোধন করার কথা বলেছে। আমরা কাজে যোগ দিচ্ছি।