দুই ঘণ্টায় প্রধান সূচক কমলো ১০৫ পয়েন্ট

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নেতিবাচক প্রবণতায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় প্রধান সূচক কমেছে ১০৫ পয়েন্ট।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (০২ অক্টোবর) ডিএসইর লেনদেন শুরুর দুই ঘণ্টা পর অর্থাৎ বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১০৫ দশমিক ৩৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৪৮০ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ২৮ দশমিক ১০ পয়েন্ট কমে আর ‘ডিএস-৩০’ সূচক ৩৯ দশমিক ৩১ পয়েন্ট কমে যথাক্রমে ১২২৪ ও ২০০০ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১৯৬ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৬টির, কমেছে ৩৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১ কোম্পানির শেয়ারদর।