ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে আগামী বৃহস্পতিবার দুই দিনব্যাপী টয় এক্সপো শুরু হচ্ছে। বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ), বাণিজ্য মন্ত্রণালয়ের এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস যৌথভাবে এ মেলার আয়োজন করেছে।
শোকেসিং অ্যান্ড সোর্সিং শো অন প্লাস্টিক টয় ইন্ডান্ট্রিজ অব বাংলাদেশ শীর্ষক টয় এক্সপোর উদ্বোধন হবে আগামী ২২ মে। চলবে আগামী ২৩ মে পর্যন্ত।
মঙ্গলবার (২০ মে) রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিপিজিএমইএ সভাপতি সামিম আহমেদ।
তিনি বলেন, প্লাস্টিক খাতের খেলনা শিল্পগুলো তাদের সর্বশেষ পণ্যসামগ্রী নিয়ে এই মেলায় অংশগ্রহণ করবেন। দেশি-বিদেশি অতিথি, দেশের প্লাস্টিক সেক্টরের প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠিতব্য এক্সপো অত্যন্ত প্রাণবন্ত ও কার্যকর হবে। তবে কারা এই এক্সপোতে অংশগ্রহণ করবে, কতটি স্টল থাকবে সে সম্পর্কে জানানো হয়নি।
সামিম আহমেদ বলেন, প্লাস্টিক খেলনা সেক্টর নন-ট্রাডিশনাল রপ্তানি খাত হিসেবে বড় ভূমিকা পালন করতে পারে। বিভিন্ন বয়সের শিশুদের বিনোদনের জন্য খেলনা ব্যবহার করা হয়। দিন দিন বাড়ছে এর চাহিদা। বাংলাদেশের খেলনা এরই মধ্যে ইউরোপ ও উত্তর আমেরিকায় পা রেখেছে। প্লাস্টিক খেলনা সেক্টরে ইতোমধ্যে বিনিয়োগ হয়েছে প্রায় ৪৫০০ হাজার কোটি টাকার মতো। এরই মধ্যে দেশি-বিদেশি উদ্যোক্তারা খেলনা উৎপাদনে বিনিয়োগ বাড়াতে শুরু করেছেন। অর্থনৈতিক অঞ্চল (ইজেড), রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) এবং এর বাইরেও বেশ কয়েকটি রপ্তানিমুখী কারখানা গড়ে উঠেছে।