দুটি শিশুর পরিবার খুঁজছেন তমা মির্জা

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। ইতিমধ্যে কলেজের বহু শিক্ষার্থী নিহতের খবর পাওয়া গেছে। আহত অন্তত ৩০ জনকে ভর্তি করা হয়েছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। দুর্ঘটনাকবলিত কলেজে জড়ো হয়েছেন কয়েক হাজার মানুষ। শিশুদের অনেককে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ স্থানে। এ রকম দুিট শিশুর পরিবারকে খুঁজছেন অভিনেত্রী তমা মির্জা।

ফেসবুকে শিশু দুটির আইডি কার্ডের ছবি প্রকাশ করে তমা মির্জা লিখেছেন, ‘এই বাচ্চাটা কে, কেউ চিনলে জানাবেন প্লিজ। ও আমার স্কুল ফ্রেণ্ডের ভাইয়ের অফিসে আছে। সেফ আছে, তবে ও ওর কোনও ঠিকানা-পরিচয় কিছুই বলতে পারছে না। কেউ চিনতে পারলে হাবিব ভাইয়ের সঙ্গে যোগাযোগ করুন।’

অন্য আরেকটি পোস্টে তমা লিখেছেন, ‘এই বাচ্চাটিকে কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল থেকে ঢাকা বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হচ্ছে। কোন অভিভাবক পাওয়া যায়নি। যদি কেউ চিনে থাকেন, তাহলে এই নাম্বারে যোগাযোগ করুন ০১৮১১৬৯৬০৩৩…।’

তমার দেওয়া আইডি কার্ড দেখে জানা গেছে শিশু দুটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বাংলা মিডিয়ামের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। বার্ন ইউনিটে নেওয়া শিশুটির নাম মো. জুনায়েত হাসান। নিরাপদে রাখা হয়েছে একই শ্রেণির শিক্ষার্থী মোছা. আসমাউল হুসনা জায়রাকে।

আইএসপিআর জানিয়েছে, বিমান বাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে। ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রশিক্ষণ বিমানটি ১টা ১৮ মিনিটে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে। উড্ডয়নের ১২ মিনিটের মাথায় বিমানটি বিধ্বস্ত হয়েছে উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে।

ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এধরনের খবর পড়তে ভিজিট করুন সোনালি বাংলা নিউজ