দুর্বল আরও তিন ব্যাংককে ২৬৫ কোটি টাকার তারল্য সহায়তা বাংলাদেশ ব্যাংকের

ক্রেডিট গ্যারান্টি স্কিমের আওতায় সংকটে থাকা দেশের আরও ৩টি ব্যাংককে ২৬৫ কোটি টাকার তারল্য সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব ব্যাংকের স্বল্পমেয়াদি অর্থায়নের চাহিদা মেটাতে এ সহায়তা দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, তারল্য সহায়তা দিয়েছে বেসরকারি খাতের ডাচ্ বাংলা ব্যাংক, সিটি ব্যাংক, পূবালী ব্যাংক ও ইস্টার্ন ব্যাংক লিমিটেড।

এর আগে একই প্রক্রিয়ায় দুর্বল সাত ব্যাংককে ৬ হাজার ৫৮৫ কোটি টাকা তারল্য সহায়তা দিয়েছিলো বাংলাদেশ ব্যাংক। তখন দুর্বল ব্যাংকগুলোর মধ্যে ইসলামী ব্যাংক সবচেয়ে বেশি তারল্য সহায়তা পেয়েছিলো।

জানা গেছে, সাতটি ব্যাংক থেকে ইসলামী ব্যাংক তারল্য পেয়েছে ২ হাজার ৯৫ কোটি টাকা। এছাড়া সোশ্যাল ইসলামী ব্যাংক ৬টি ব্যাংক থেকে ১ হাজার ১৭৫ কোটি টাকা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ছয় ব্যাংক থেকে ১ হাজার কোটি ও গ্লোবাল ইসলামী ব্যাংক পেয়েছে ২৯৫ কোটি টাকা।’

এছাড়া ন্যাশনাল ব্যাংক ৯২০ কোটি, এক্সিম ব্যাংক ৭০০ কোটি ও ইউনিয়ন ব্যাংক ৪০০ কোটি টাকার তারল্য সহায়তা পেয়েছে। এসব ব্যাংক-কে তারল্য সহায়তা দিয়েছে সোনালী ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ঢাকা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, শাহজালাল ইসলামি ব্যাংক, সিটি ব্যাংক পিএলসি, ব্র্যাক ব্যাংক, পূবালী ব্যাংক ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক।’

গত ১১ নভেম্বর বাংলাদেশ ব্যাংকে ১৭টি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে বৈঠক করেন গভর্নর ড. আহসান এইচ মনসুর। এ সময় আর্থিক অনিয়মে দুর্বল হয়ে পড়া ব্যাংকে আরও বেশি অর্থ সহায়তা দিতে সবল ব্যাংকগুলোকে আহ্বান জানান তিনি।

এর আগে গত ৬ নভেম্বর অর্থ সংকটে থাকা দুর্বল ব্যাংকগুলোকে ৫ হাজার ৫৮৫ কোটি টাকা তারল্য সহায়তা দেওয়ার কথা জানিয়েছিলেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা।