দেশের রিজার্ভ এখন কত, জানাল কেন্দ্রীয় ব্যাংক

হুন্ডি ও অবৈধ চ্যানেল কমে আসা, বৈধ পথে ডলারের একক মূল্য এবং ব্যাংকিং খাতে প্রণোদনামূলক ব্যবস্থার কারণে প্রবাসীরা এখন নিয়মিতভাবে ব্যাংকিং চ্যানেল ব্যবহার করছেন। এতে দেশের রিজার্ভের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ২৫ দশমিক ৬৪ বিলিয়ন মার্কিন ডলার।

বৃহস্পতিবার (২২ মে) রাতে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব অনুযায়ী, আজ দেশে রিজার্ভ বিপিএম-৬ হিসেবে ছিল দুই হাজার ২৭ কোটি ২৭ লাখ ডলার। তবে ব্যয়যোগ্য রিজার্ভ এক হাজার ৬০০ কোটি ডলার বেশি। বাংলাদেশ ব্যাংকের হিসাবে, দেশের মোট রিজার্ভ দুই হাজার ৫৬৪ কোটি ২৭ লাখ ৪০ হাজার ডলার।

গত ১৯ মে দেশে রিজার্ভ বিপিএম-৬ হিসেবে ছিল দুই হাজার সাত কোটি পাঁচ লাখ ৯০ হাজার ডলার। বাংলাদেশ ব্যাংকের হিসাবে, দেশের মোট রিজার্ভ ছিল দুই হাজার ৫৪৪ কোটি ৪৪ লাখ ৩০ হাজার ডলার।

গত ৭ মে দেশে রিজার্ভ বিপিএম-৬ হিসেবে হয়েছিল দুই হাজার ২৯ কোটি ১২ লাখ ১০ হাজার ডলার। আর দেশের মোট রিজার্ভ হয়েছিল দুই হাজার ৫৬৭ কোটি ৭২ লাখ ৯০ হাজার ডলার। এর আগে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) দায় ১৮৮ কোটি ২০ লাখ ৬০ হাজার ডলার পরিশোধ করেছিল বাংলাদেশ।