নতুন ঠিকানায় স্ট্যান্ডার্ড ব্যাংক-এর চাষাড়া শাখা

অধিকতর উন্নত ও আধুনিক সেবা প্রদানের লক্ষ্যে সম্পূর্ণ শরিয়াহ ভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি. এর নারায়ণগঞ্জের চাষাড়া শাখা নতুন ঠিকানায় কার্যক্রম শুরু করেছে।

এ উপলক্ষে রবিবার শাখা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন ঠিকানায় চাষাড়া শাখার কার্যক্রম উদ্বোধন করেন স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. হাবিবুর রহমান।

অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমান, শাখাপ্রধান মুহাম্মদ মাসুদ মিয়াসহ স্থানীয় শিল্পপতি, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যাংকের গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, স্ট্যান্ডার্ড ব্যাংকের চাষাড়া শাখা রাজু প্যালেস (২য় তলা), ২০৮/৫ ভাষা সৈনিক সড়ক, চাষাড়া, নারায়ণগঞ্জে কার্যক্রম শুরু করেছে।