নতুন বছরে আইটিকে গুরুত্বঃ কৃষি ব্যাংক চেয়ারম্যান

নতুন বছরে আইটি খাতে বেশি গুরুত্ব দেয়ার আহ্বান জানিয়েছেন কৃষি ব্যাংকের চেয়ারম্যান চেয়ারম্যান ড. মোহাম্মদ জাহিদ হোসাইন।
তিনি আরো বলেন, দেশের একমাত্র কৃষি ব্যাংকই কৃষককে গুরুত্ব দিয়ে ঋণ দিয়ে থাকে। কৃষি ব্যাংক প্রান্তিক মানুষের জন্য কাজ করে। দেশের অর্থনীতি সবচেয়ে বড় ভূমিকা রাখে কৃষি ব্যাংক। দেশের খাদ্য উৎপাদনে কৃষি ব্যাংক সরাসরি কৃষকের সাথে জড়িত।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বাংলাদেশ কৃষি ব্যাংকের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলনে প্রধান কার্যালয় অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে চেয়ারম্যান এসব কথা বলেন।
 এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিন্তে আলী, উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আঃ রহিম ও খান ইকবাল হোসেন, প্রধান কার্যালয়ের সকল মহাব্যবস্থাপক, উপ-মহাব্যবস্থাপক, সকল বিভাগীয় মহাব্যবস্থাপক, স্থানীয় মুখ্য কার্যালয়ের মহাব্যবস্থাপক, বিকেবি স্টাফ কলেজের অধ্যক্ষ, সকল বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা, কর্পোরেট শাখা প্রধান, মুখ্য আঞ্চলিক ও আঞ্চলিক ব্যবস্থাপক এবং আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান বলেন, কৃষি ব্যাংকের একটি টিম চা বাগানে ঋণ দেয়ার বিষয়ে কিভাবে কাজ করা যায়- তা নিয়ে গবেষণা করছেন। পাশাপাশি রেমিটেন্স আরো কিভাবে বাড়ানো যায় তা দেখা হচ্ছে।

চেয়ারম্যান বলেন, বছরের শুরুতে মনে হয় নতুন করে কিছু করি। ব্যাংকের সুনাম ফিরিয়ে আনতে কেউ কাজ করতে চাইলে বোর্ড তাকে সব ধরনের সহায়তা করবে। সবসময় বোর্ডের সহায়তা পাবেন। যদিও বোর্ড একটি নীতিমালার মধ্যে চলে।

বিগত দিনে এ ব্যাংক নিয়ে কিছু নেতিবাচক মনোভাব রয়েছে উল্লেখ করে চেয়ারম্যান বলেন, ঠিক লাইনমতো চললে বিগত দিনের নেগেটিভ কেটে যাবে। টেকনোলজির উপরে বেশি গুরুত্ব দিতে হবে। সামনে কৃষিতে আরো বেশি অবদান রাখতে পারবেন – এই আশাবাদ ব্যক্ত করেছেন চেয়ারম্যান।

তিনি আরো বলেন, দেশের একমাত্র কৃষি ব্যাংকই কৃষককে গুরুত্ব দিয়ে ঋণ দিয়ে থাকে। কৃষি ব্যাংক প্রান্তিক মানুষের জন্য কাজ করে। দেশের অর্থনীতি সবচেয়ে বড় ভূমিকা রাখে কৃষি ব্যাংক। দেশের খাদ্য উৎপাদনে কৃষি ব্যাংক সরাসরি কৃষকের সাথে জড়িত।

ব্যাংকটি প্রধানত কৃষি খাতে ঋণ দেয়, যেখানে সুদের হার সরকার নির্ধারণ করে দেয়। আর এটি বাণিজ্যিক ব্যাংকের ঋণের হারের চেয়ে অন্তত তিন থেকে চার শতাংশীয় পয়েন্ট কম। যদিও, আমানতের সুদ বাণিজ্যিক ব্যাংকগুলোর মতোই।

তিনি বলেন, মূলধন ঘাটতি, পুঞ্জীভূত লোকসান, লাকসানি শাখা আগের চেয়ে অনেটাই কমে এসেছে। তাই সামনে ব্যাংকটির খেলাপি ঋণ এবং লোকসানি শাখা কমিয়ে আনতে আমরা জোর প্রচেষ্টা চালাচ্ছি। ব্যাংকটির আর্থিক সূচকের উন্নয়নে চলতি বছরের সবাই মিলে কাজ করতে পারি।

তিনি আরো বলেন, কৃষি ব্যাংক ঝুঁকিতে ঋণ দিয়ে থাকে। একমাত্র কৃষি ব্যাংকই ঝুঁকিতে ঋণ দেয়। এই ঋণ ফেরৎ না পাওযার সম্ভবনা জেনেও ঋণ দিয়ে থাকে। যা অন্য ব্যাংক এই ঝুঁকিতে কেউ কৃষককে ঋণ দেয় না। তাই দেশের খাদ্য উৎপাদনে বড় অবদান রাখে কৃষি ব্যাংক।

কৃষি ব্যাংক মূলত লাভ করার জন্য কৃষককে ঋণ দিয়ে থাকে না। উৎপাদন বাড়াতে কৃষককে সহয়তা করে থাকে।