নিখোঁজ হওয়া নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্রী উদ্ধার

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ হওয়া ছাত্রী তাহিয়াকে কুড়িল বিশ্বরোড থেকে উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪ টায় তাকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আরিফ।

এ ঘটনায় আজ ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি করেন নিখোঁজ শিক্ষার্থীর বাবা মো. আব্দুল কুদ্দুস।

পরিবারের পক্ষ থেকে জানা যায়, নিখোঁজের একদিন পর পুলিশে যোগাযোগ করা হলেও কোনো খোঁজ পাওয়া যায়নি তার। পরবর্তীতে ডিএমপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়।

জিডির তদন্তকারী কর্মকর্তা ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আরিফ বলেন, নিখোঁজ ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ব্যাপারে ওই ছাত্রীকে জিজ্ঞাসাবাদ করার জন্য তাকে থানায় নেওয়া হয়।