নির্বাচনের পথে হাঁটছে সরকার, ইসির সিগন্যাল পেলেই তারিখ ঘোষণা: ধর্ম উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের পথে হাঁটছে উল্লেখ করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ. ফ. ম খালিদ হোসেন বলেন, এ লক্ষ্যে সরকার ইতোমধ্যে নির্বাচন কমিশন গঠন করেছে। কমিশন ভোটার তালিকা হালনাগাদসহ নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করে সরকারকে সবুজ সংকেত (সিগন্যাল) দিলে প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ ঘোষণা করবেন।

শনিবার (৩০ নভেম্বর) দুপুরে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে বাউফল ফাউন্ডেশন কর্তৃক গুণীজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাউফল ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

আ. ফ. ম খালিদ হোসেন বলেন, এ নির্বাচনের মাধ্যমে একজন ভোটার তার পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার স্বাধীনতা পাবে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দেওয়ার প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তীকালীন সরকার। এ সরকার ক্ষমতা ধরে রাখতে চায় না এবং ক্ষমতা ধরে রাখার দায়িত্বও নেয়নি। নির্বাচনের মাধ্যমে যারা বিজয়ী হবে তারা সরকার গঠন করবে। নির্বাচিত সরকারের কাছে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব হস্তান্তর করবে।

ধর্ম উপদেষ্টা বলেন, সাম্প্রতিক সময়ে একটি গোষ্ঠী রাষ্ট্রের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের চক্রান্ত করছে। তাদের কোনো চক্রান্ত সরকার সফল হতে দেবে না। যারা রাষ্ট্রের শান্তি-শৃঙ্খলা নষ্ট করতে চায় তাদের কোনো ছাড় দেওয়া হবে না। প্রচলিত আইনে তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সরকার, সুতরাং এ সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে। জনগণের মুখের ভাষা এ সরকার বুঝে এবং বুঝতে চেষ্টা করবে।

হজের খরচ প্রসঙ্গে তিনি বলেন, অনেকেই বলছে ভারত, পাকিস্তান, নেপাল বা অন্য রাষ্ট্রে হজের খরচ কম। কারণ তারা হাজিদেরকে মক্কা-মদিনা থেকে ৮ কিলোমিটার অনেক ক্ষেত্রে এর চেয়েও বেশি দূরত্বে রাখে। আমরা হাজিদেরকে ২-৩ কিলোমিটার দূরত্বের মধ্যে রাখি এবং রাখব। এ বছর হজযাত্রীদের বিমান ভাড়া ১ লাখ ৯৪ হাজার টাকা থেকে কমিয়ে ১ লাখ ৪৭ হাজার টাকা করা হয়েছে। এরপরও বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে বিমান ভাড়া আরও কমানো যায় কি না বিবেচনা করতে।

আ. ফ. ম খালিদ হোসেন বলেন, অতীতে রাষ্ট্রীয় খরচে দলীয় লোকজনকে হজ করানো হতো। এবার সেটি বন্ধ হচ্ছে। জনগণের আমানত রক্ষায় কাউকে রাষ্ট্রীয় খরচে হজ করানো হবে না। শুধু হজ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা রাষ্ট্রীয় খরচে যেতে পারবে।

তিনি উপস্থিত কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বাউফল উপজেলার যেকোনো ধর্মের ১০০ জন হতদরিদ্র শিক্ষার্থীকে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে এককালীন বৃত্তি দেওয়া হবে। এ লক্ষ্যে তিনি বাউফল ফাউন্ডেশনের দায়িত্বশীলদের তালিকা করে মন্ত্রণালয়ে জমা দিতে আহ্বান জানান।

উপদেষ্টা বলেন, বাউফল উপজেলা থেকে যুগে যুগে বহু গুণিজন তৈরি হয়েছে। সেই সব গুণিজন কেবল বাউফলবাসীর কল্যাণে অবদান রাখেননি, বরং পুরো দেশের কল্যাণে অবদান রেখেছেন।

জুলাই বিপ্লবে বাউফলের ৬ জন শহীদ ও ২ শতাধিক আহত বীরদের কথা স্মরণ করে খালিদ হোসেন বলেন, ছাত্র-জনতার আন্দোলনের শহীদ ও আহতরা আমাদের জাতীয় সম্পদ। জাতি তাদের চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।

সভাপতির বক্তব্যে বাউফল ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের মূল কারিগর হচ্ছে ইসলাম। বৈষম্যহীন সমাজ গঠনে ইসলামের বিকল্প অন্য কিছু নেই এবং থাকতে পারে না। মানবরচিত আইনে গত ৫৩ বছর বাংলাদেশ পরিচালিত হয়েছে কিন্তু সমাজ থেকে বৈষম্য দূর হয়নি। বরং সমাজের স্তরে স্তরে বৈষম্যের বেড়াজাল সৃষ্টি হয়েছে। ইসলামী সমাজ ব্যবস্থায় আগামীর বাংলাদেশে সাড়ে ৪ লাখ মানুষের বাউফল হবে এক পরিবার। যেখানের ধর্মের কোনো বিভাজন থাকবে না। সকলেই নাগরিক মর্যাদায় এক পরিবারের সদস্য হবে। ব্যক্তির সংস্কার ব্যতীত রাষ্ট্রের সংস্কার সমাজে সুফল আসবে না। সেজন্য বাউফল ফাউন্ডেশন ব্যক্তির সংস্কার করে আদর্শিক ও চরিত্রবান মানবিক মানুষ হিসেবে গড়তে কাজ করছে।

তিনি আরও বলেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ গুণিজনদের সম্মান না দিয়ে দলীয় চোর-ডাকাত, দুর্নীতিবাজ, সন্ত্রাসীদের গুণিজন সাজিয়ে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করেছে। রাষ্ট্রের একজন গুণীজনও আওয়ামী লীগের শাসনামলে সম্মাননা পায়নি।

আগামীর বাংলাদেশ গুণিজনদের দ্বারা পরিচালিত হবে উল্লেখ করে শফিকুল ইসলাম মাসুদ বলেন, আসন্ন নির্বাচনে গুণিজনদের ভোট দেবেন নাকি চোর-ডাকাতকে ভোট দেবেন সেটা বাউফলবাসীকেই ঠিক করতে হবে। এমন ব্যক্তিকে নির্বাচিত করুন, যিনি আপনার প্রতিনিধিত্ব করবে, আপনার শাসক হবে না। যিনি জনগণের সম্পদ লুট করে বিদেশে পাচার করবে না। আর কোনো চোর-ডাকাত বাউফলবাসীর নেতার আসন দখল করলে কাঙ্ক্ষিত বাউফল গঠন সম্ভব হবে না। তাই তিনি আল্লাহভীরু ব্যক্তিকে বাউফলবাসীর নেতৃত্বের জন্য নির্বাচিত করতে আহ্বান জানান।

বাউফল ফাউন্ডেশন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে দেড় শতাধিক কৃতি শিক্ষার্থীকে ও জুলাই বিপ্লবের ছয় শহীদ পরিবারকে এবং বাউফল উপজেলার বিভিন্ন পর্যায়ের ২১ গুণিজনকে সম্মাননা ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ উপহার দেওয়া হয়। প্রধান অতিথি ড. আ. ফ. ম খালিদ হোসেন এ সম্মাননা তুলে দেন।