ন্যাটো সদস্যদের প্রতিরক্ষা ব্যয়ে ‘ন্যায্য ভাগ’ দিতে হবে : মার্কিন দূত

ন্যাটোতে নতুন সদস্য যোগ করার আগে বর্তমান সদস্যদের প্রতিরক্ষা ব্যয়ে ‘ন্যায্য ভাগ’ নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্টের একজন দূত। ন্যাটো প্রধানও বলেছেন, সদস্য দেশগুলোকে প্রতিরক্ষা ব্যয় আরও বাড়াতে হবে। খবর এএফপির।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিশ্ব অর্থনৈতিক ফোরামের সাইডলাইনে একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে মার্কিন দূত রিচার্ড গ্রেনেল বলেন, “বর্তমান সদস্যরা যখন তাদের ন্যায্য অংশ পাচ্ছে না, তখন আমেরিকান জনগণের কাছে ন্যাটোর ছাতা আরও প্রসারিত করার কথা বলা যাবে না। এর মধ্যে ডাচরাও রয়েছে, যাদের আরও এগিয়ে আসা প্রয়োজন।”

এ বিষয়ে ডাচ প্রধানমন্ত্রী এবং বর্তমান ন্যাটো প্রধান মার্ক রুট বলেন, “আমাদের সম্মিলিতভাবে প্রতিরক্ষা ব্যয় বাড়াতে হবে এবং সঠিক সংখ্যাটি আমরা এই বছরের শেষের দিকে নির্ধারণ করব। তবে এটি অবশ্যই দুই শতাংশের চেয়ে অনেক বেশি হবে।”

উল্লেখ্য, ন্যাটো সদস্যদের লক্ষ্য হলো তাদের জিডিপির অন্তত দুই শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করা।