পদ্মা সেতুতে চালু হচ্ছে ইলেকট্রনিক টোল কালেকশন

পদ্মা সেতুতে দ্রুত ও ঝামেলাহীন পারাপার নিশ্চিত করতে চালু হতে যাচ্ছে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) সিস্টেম। এই লক্ষ্যে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ তিনটি ব্যাংক ও মোবাইল ফাইন্যানশিয়াল সার্ভিসের সঙ্গে চুক্তি করেছে।

বুধবার (৩০ এপ্রিল) রাজধানীর সেতু ভবনে সেতু বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ। চুক্তি হয়েছে পূবালী ব্যাংক পিএলসি, যমুনা ব্যাংক পিএলসি, ডাচ বাংলা ব্যাংক পিএলসি এবং নগদের সঙ্গে।

অনুষ্ঠানে মোহাম্মদ আবদুর রউফ বলেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান মহাসড়কে টোল আদায়ে স্বস্তি, সময় সাশ্রয় ও সেবা সহজীকরণের নির্দেশনা দিয়েছেন। সে আলোকে এই ইটিসি সিস্টেম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, এটি শুধু পদ্মা সেতু নয়, যমুনা সেতু, কর্ণফুলী টানেলসহ অন্যান্য সেতুতেও আধুনিক ও প্রযুক্তি নির্ভর টোল আদায়ের পথে এক বড় মাইলফলক।

চুক্তিতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পক্ষে স্বাক্ষর করেন পরিচালক (অর্থ ও হিসাব) ও যুগ্মসচিব খন্দকার নূরুল হক। অন্যান্য পক্ষের মধ্যে ছিলেন পূবালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মো. রবিউল আলম, যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াজ উদ্দিন আহমেদ, ডাচ বাংলা ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবদুল্লাহ আল মাসুদ এবং নগদের চিফ স্ট্র্যাটেজি অফিসার মো. মুইজ তাসনিম তকী।

অনুষ্ঠানে সেতু বিভাগ ও সংশ্লিষ্ট ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।