পররাষ্ট্রস‌চিবের দপ্তরে ভারতীয় হাইক‌মিশনারকে ডেকেছে সরকার

সীমান্তে উদ্ভূত প‌রি‌স্থি‌তিকে কেন্দ্র করে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইক‌মিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্রস‌চিব মো. জসীম উদ্দীনের দপ্তরে ডেকেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার (১২ জানুয়া‌রি) বিকেলে ভারতীয় দূতকে পররাষ্ট্রস‌চিবের দপ্তরে ডেকে‌ আনা হয়।