পরিচালন মুনাফায় রূপালী ব্যাংকের রেকর্ড

শেয়ারবাজারে তালিকাভুক্ত সরকারি মালিকানাধীন রূপালী ব্যাংক ২০২৪ সালে পরিচালন মুনাফায় রেকর্ড করেছে । ২০২৪ সালে ব্যাংকটি ৫৭৫ কোটি টাকার বেশি পরিচালন মুনাফা করেছে, যা ব্যাংকটির প্রতিষ্ঠার পর সর্বোচ্চ।

আগের বছর ২০২৩ সালে ব্যাংকটি ৫৬০ কোটি টাকার পরিচালন মুনাফা করেছিল। ২০২২ সালে মুনাফা ছিল ১২৬ কোটি টাকা। সে হিসাবে ব্যাংকিং খাতের চলমান সংকটের মধ্যেও আগের বছরের চেয়ে মুনাফা বেড়েছে ব্যাংকটির।

ব্যাংক সূত্রে জানা গেছে, মুনাফার পাশাপাশি আমানতও বেড়েছে রূপালী ব্যাংকের। ২০২৪ সালে ব্যাংকের আমানত আগের বছরের চেয়ে বেড়ে হয়েছে ৬৮ হাজার কোটি টাকা। ২০২৩ সালে ব্যাংকের আমানত ছিল ৬৬ হাজার কোটি টাকা।

আমানতের পাশাপাশি ব্যাংকটিতে চলতি বছর শেষে ঋণ ও অগ্রিমের পরিমাণ বেড়েছে ৩ হাজার ৬ শত কোটি টাকারও বেশি।