পাকিস্তানের লাহোরসহ বেশ কয়েকটি অঞ্চলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছে ভারত। দেশটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, ভারতের ১৫টি শহরে সামরিক স্থাপনা লক্ষ্য করে উত্তেজনা বাড়ানোর চেষ্টা করেছিল পাকিস্তান। এর জবাব দিতেই তারা এই পদক্ষেপ নিয়েছে। খবর এনডিটিভির।
আজ বৃহস্পতিবার (৮ মে) ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, শ্রীনগর, লাহোরসহ পাকিস্তানের বিভিন্ন স্থানে অবস্থিত আকাশ প্রতিরক্ষা রাডার ও সিস্টেমগুলোকে লক্ষ্যবস্তু করে নিষ্ক্রিয় করে দিয়েছে ভারতীয় সামরিক বাহিনী।
বিভিন্ন সূত্র মারফত জানা গেছে, পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ধ্বংস করতে ‘হার্পি’ ড্রোন ব্যবহার করেছে ভারত। এ সময় তাদের শহরগুলোকে রক্ষা করতে রাশিয়ান এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, ধ্বংস হওয়া ড্রোন ও ক্ষেপণাস্ত্রগুলোর ধ্বংসাবশেষ সংগ্রহ করা হচ্ছে, যা পাকিস্তানের আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগের প্রমাণ হিসেবে ব্যবহার করা হবে।
ভারত আরও জানায়, বুধবার রাত থেকে পাঠানকোট, অমৃতসর, লুধিয়ানা, চণ্ডীগড়সহ বেশ কয়েকটি ভারতীয় শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করে পাকিস্তান। তবে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ করে দিয়েছে।
এর আগে গতকাল রাত থেকে ভারতের পাঠানো ২৫টি ইসরায়েলি-নির্মিত ‘হারোপ ড্রোন’ ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান।
দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, পাকিস্তান তার প্রযুক্তিগত ও সশস্ত্র দক্ষতা সম্পূর্ণরূপে ব্যবহার করে ভারতের পাঠানো ২৫টি ইসরায়েলি-নির্মিত হারোপ ড্রোন ভূপাতিত করেছে।
আইএসপিআর আরও জানিয়েছে, ভূপাতিত ড্রোনগুলোর ধ্বংসাবশেষ পাকিস্তানের বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করা হচ্ছে। ভারত অবশ্য এখনও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।