পুঁজিবাজারে কারসাজি: ১৩ বছরে জরিমানা ৭৪ কোটি টাকা

পুঁজিবাজারে কারসাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গত ২০১১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ১৩ বছরে ৭৪ কোটি টাকা জরিমানা করেছে বিএসইসি।

সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ২০১১ থেকে ২০২৪ সময়কালের (২০২০ সালের ৩০ জুন থেকে ১ জুলাই এবং ২০২১ সালের ৩০ জানুয়ারি থেকে ৩ মে পর্যন্ত এর তথ্য ব্যতীত) মোট জরিমানা করা হয়েছে ৮১৪ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে। তবে এর মধ্যে ২০২০ সালের জুলাই থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত মোট জরিমানা আদায় হয়েছে ৩৪ কোটি ৪২ লাখ ৮২ হাজার ২১৩ টাকা।

জানা গেছে, লিগ্যাল সার্ভিসেস ডিপার্টমেন্টে মামলার ডাটাবেস অনুযায়ী পুঁজিবাজারে কারসাজির অভিযোগে ২০১১ সাল হতে কমিশনের জরিমানা এবং জেনারেল সার্টিফিকেট আদালতে দায়েরকৃত সার্টিফিকেট মামলা চ্যালেঞ্জ করে আনিত রিট পিটিশনসমুহের মধ্যে বর্তমানে মোট ৪৫টি রিট পিটিশন মহামান্য সুপ্রীম কোর্টে চলমান আছে। রিট পিটিশনসমূহের মধ্যে ১২জন ব্যক্তি এবং ১৬টা কোম্পানি কমিশনের জরিমানার আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেছেন। হাইকোর্টে রিট পিটিশন দায়ের হওয়া ৪৫টি মামলায় কমিশনের আরোপিত মোট ৭৪ কোটি ০৪ লাখ ৩০ হাজার টাকা অর্থদণ্ড জড়িত।

জরিমানা আদায় করতে বিএসইসির আইনজীবীদের ভূমিকা সম্পর্কে বিএসইসি জানায়, কমিশন কর্তৃক আরোপিত জরিমানার অনাদায়ী অর্থ আদায়ে পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট, ১৯১৩ অনুসারে জেনারেল সার্টিফিকেট আদালতে দায়েরকৃত সার্টিফিকেট মামলা কমিশনের আইন বিভাগের মাধ্যমে পরিচালিত হয়। এছাড়া, কমিশনের জরিমানার আদেশ চ্যালেঞ্জ করে মহামান্য হাইকোর্ট বিভাগে যেসব রিট পিটিশন দায়ের করা হয়েছে, সেসব রিট পিটিশন কমিশনের প্যানেল আইনজীবীগণ পরিচালনা করছেন। কমিশনের লিগ্যাল সার্ভিসেস ডিপার্টমেন্ট হতে উক্ত আইনজীবীগণকে সময়ে সময়ে তাগাদা এবং দিকনির্দেশনা প্রদান করা হয়।