প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, জানুয়ারি মাসে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে। প্রাথমিকের পাঠ্যপুস্তকে খুব বেশি সংস্করণ হবে না। বিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা সংকট নিরসনে ব্যবস্থা নেওয়া হবে।
আজ সোমবার (১৮ নভেম্বর) সকালে সুনামগঞ্জের দিরাই উপজেলায় ফিমেল একাডেমি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রাথমিক উপদেষ্টা এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্য বইগুলোতে পরিবর্তন সামান্য হবে। তবে, ষষ্ঠ থেকে অন্যান্য শ্রেণির পাঠ্যবইয়ে পরিবর্তন আসবে। বিদ্যালয়ে শিক্ষকদের আবাসন ব্যবস্থার জন্য উদ্যোগ নেওয়া হবে। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আর অনিয়ম হবে না। শিক্ষক বদলির ক্ষেত্রে কোনো অনিয়ম থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
হাওর এলাকায় বন্যাসহ নানা চ্যালেঞ্জ থাকায় এই অঞ্চলে শিক্ষার মান উন্নয়নে নতুন করে চিন্তা করা হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘পর্যায়ক্রমে কাজ করা হবে।’
এ সময় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন, ফিমেল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক জামিল চৌধুরী।