স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ এবং খুলনা মুক্তি সেবা সংস্থা (কেএমএসএস) যৌথভাবে যশোর জেলার ১,২০০ প্রান্তিক নারী কৃষককে তাদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে উচ্চমূল্যের ফুল চাষে সহায়তা করছে। টেকসই এবং সমাজ-সম্পৃক্ত এই উদ্যোগে প্রতিষ্ঠান দু’টি নারীদের ফুল চাষে দক্ষতা উন্নয়নের পাশাপাশি কৃষির আধুনিকায়ন ও বহুমুখীকরণে একত্রে কাজ করবে।
সম্প্রতি চালু হওয়া এ প্রকল্পটি পরিবেশবান্ধব ফুল উৎপাদননের কৌশলগুলোর উপর গুরুত্ব দিচ্ছে এবং চাষের সঠিক পরিবেশ বজায় রাখতে ১১টি সুরক্ষিত ফ্লোরিকালচার শেড স্থাপন করার পরিকল্পনা গ্রহণ করেছে। এই প্রোগ্রামে নারী কৃষকেরা ফুল চাষের উন্নত যন্ত্রপাতি সংগ্রহের পাশাপাশি ফুলভিত্তিক পণ্য উন্নয়ন, ফসল সংগ্রহোত্তর ব্যবস্থাপনা, আর্থিক সাক্ষরতা এবং উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন। এই যৌথ উদ্যোগটি, উদ্যোক্তা উন্নয়নের মাধ্যমে ফুল চাষীদের সঙ্গে স্থানীয় ও জাতীয় পর্যায়ের ক্রেতা, রপ্তানিকারক এবং ফুলভিত্তিক পণ্য প্রস্তুতকারকদের মধ্যে একটি কার্যকর বাণিজ্যিক সংযোগও স্থাপন করবে, যা দীর্ঘমেয়াদে বাজার সম্প্রসারণ এবং নারী কৃষকের আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর কান্ট্রি হেড, কর্পোরেট অ্যাফেয়ার্স এবং ব্র্যান্ড অ্যাান্ড মার্কেটিং, বিটপী দাশ চৌধুরী বলেন, “এই প্রকল্পের মাধ্যমে আমাদের লক্ষ্য হলো ফুল চাষীদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে একটি আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক কৃষি অর্থনীতি গড়ে তোলা এবং এবং পিছিয়ে থাকা জনগোষ্ঠীর জন্য অর্থনৈতিক উন্নতির নতুন সুযোগ সৃষ্টি করা। যশোর দীর্ঘদিন ধরে বাংলাদেশের কৃষি ঐতিহ্যের কেন্দ্রবিন্দু। কেএমএসএস-এর সাথে আমাদের যৌথ প্রচেষ্টার মাধ্যমে, আমরা এই এলাকার ১,২০০ জন প্রান্তিক নারী কৃষি উদ্যোক্তাদের অর্থকরী ফুল চাষের মাধ্যমে আয় বৈচিত্র্য বৃদ্ধিতে সহায়তা করছি যেন তারা পরবর্তী প্রজন্মের কৃষকদের জন্য রোল মডেল হিসাবে দৃষ্টান্ত সৃষ্টি করতে পারে।“
এই উদ্যোগ স্ট্যান্ডার্ড চার্টার্ডের বৃহত্তর কৌশলের অংশ, যার উদ্দেশ্য বাংলাদেশের টেকসই উন্নয়নকে সমর্থন ও ব্যাংকের হিয়ার ফর গুড ব্র্যান্ড প্রতিশ্রুতির বাস্তবায়ন।
উল্লেখ্য, খুলনা মুক্তি সেবা সংস্থা (কেএমএসএস) দেশের প্রত্যন্ত ও অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে প্রায় দুই দশক ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রান্তিক মানুষের সম্ভাবনা উন্মোচন, মর্যাদাপূর্ণ জীবনযাপন এবং আত্মনির্ভরশীলতার পথে এগিয়ে যেতে সহায়তা করে থাকে বেসরকারি এই উন্নয়ন সংস্থাটি।
এধরনের খবর পড়তে ভিজিট করুন সোনালি বাংলা নিউজ