বড় পতনে শেষ হল লেনদেন

একদিনের বিরতি দিয়ে পুঁজিবাজারে ফের দর পতন হয়েছে। এর আগে টানা ৯ দিন বাজারে বেশিভাগ কোম্পানির শেয়ারের দাম ও মূল্য সূচক কমেছিল। রোববারও বেশিরভাগ সময় বাজার নিম্নমুখী থাকলেও পরে সামান্য উত্থান ঘটে মূল্যসূচকে। কিন্তু ওই ধারা দু’দিনও টেকেনি। সোমবার (২৮ এপ্রিল) বাজার আবারও লাল ধারায় ফিরে যায়। তবে লেনেদেনর পরিমাণে উর্ধমুখীতা ছিল আজকের বাজারে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪২ দশমিক ৬৭ পয়েন্ট (০.৮৫%) কমে ৪ হাজার ৯৫২ দশমিক ৭৯ পয়েন্টে নেমে আসে। এদিন ডিএসইর বাকী দুটি সূচক কমেছে ১ শতাংশের বেশি। আজ নির্বাচিত ৩০ কোম্পানির সূচক ডিএস৩০ কমেছে ২১ দশমিক ৬৫ পয়েন্ট (১.১৬%) এবং শরীয়াহ সূচক ডিএসইএস ১১.১৪ পয়েন্ট (১%) কমেছে।

ডিএসইতে আজ ৩৯৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়েছে। এদের মধ্যে ২৪৬টির দাম কমেছে, যা লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের ৬৬ দশমিক ১৬ শতাংশ। এদিন বাজারটিতে দর বেড়েছে মাত্র ৯৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের। অন্যদিকে ৫৯টির দর ছিল অপরিবর্তিত।

আজ ডিএসইতে ৪৫৩ কোটি ৭৯ লাখ টাকা মূল্যের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়েছে। আগেরদিন এই স্টক এক্সচেঞ্জে লেনদেনের পরিমাণ ছিল ৩৩৮ কোটি ৬৪ লাখ টাকা।