চলমান থাকলেই যে প্রকল্পকে বাঁচিয়ে রাখতে হবে তা না, যেসব প্রকল্প আসলেই অর্থনীতির জন্য এই মুহুর্তে দরকারি না, সেগুলো বাদ দিতে হবে। তাছাড়া বড় প্রকল্পের ব্যয় কেন বেড়েছিল খতিয়ে দেখবে সরকার।
সোমবার (১৯ আগস্ট) পরিকল্পনা কমিশনে কর্মকর্তাদের সাথে ১ম বৈঠকে এই নির্দেশনা দিয়েছেন পরিকল্পনা ও শিক্ষা বিষয়ক উপদেষ্টা ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ।
ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, প্রকল্প ব্যবস্থাপনার সাথে পুরো অর্থনীতির স্বাস্থ্য জড়িত। কারণ সরকারের ব্যয় বিচক্ষণভাবে করা না হলে মূল্যস্ফীতি উস্কে দিতে পারে। রাজনীতিক সরকারের অনেককে খুশি করতে প্রকল্প নিতে হয়, পেস্টিজ প্রকল্প নিতে হয়, ঠিকাদারদের খুশি করতে হয়, অন্তর্বর্তীকালীন সরকারের সুবিধা হলো নির্মোহ থেকে প্রকল্প যাচাইবাছাই করতে পারব।
পরিকল্পনা উপদেষ্টা বলেন, বড় অবকাঠামো প্রকল্পগুলোতে কেন বারবার ব্যয় বৃদ্ধি করতে হলো, তা খতিয়ে দেখতে একটা প্রতিবেদন করা হবে। মূল্যস্ফীতি, জাতীয় আয়, জিডিপিসহ বিবিএস যেসব তথ্য দেয় তার বিশ্বাসযাগ্যতা নিয়ে প্রশ্ন আছে। তথ্য-উপাত্ত দক্ষতার অভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে নাকি পরিকল্পনা করে যোগসাজশে অর্থনীতির স্বাস্থ্য ভালো দেখাতে করা হলো তাও খতিয়ে দেখা হবে।