বাংলাদেশের পোশাক শিল্পের একজন সাহসী স্বপ্নদ্রষ্টা, যিনি একের পর এক বন্ধ হয়ে যাওয়া কারখানায় প্রাণ সঞ্চার করতেন; ছিলেন শুধুই উদ্যোক্তা নন, বরং নবজীবনের কারিগর। সেই মানুষটি ছিলেন টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রয়াত আব্দুল্লাহ হিল রাকিব।
শনিবার (২৬ জুলাই) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সের আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তার বর্ণাঢ্য কর্মজীবন, মানবিকতা এবং পোশাক শিল্পে অবদানের নানা অধ্যায় উঠে আসে।
এসময় তাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
আরও পড়ুনঃ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর কাছে যেসব অনুরোধ জানালো বিজিএমইএ
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের সভাপতিত্বে এ আয়োজনে বিজিএমইএর সাবেক সভাপতিরা, বর্তমান বোর্ডের অফিস বেয়ারার্স ও পরিচালকরা, সাধারণ সদস্য এবং প্রয়াত আব্দুল্লাহ হিল রাকিবের পরিবারের সদস্য এবং শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
সভায় স্মৃতিচারণ করে বক্তব্য দেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান, সাবেক সভাপতি– আনিসুর রহমান সিনহা, কুতুবউদ্দিন আহমেদ, কাজী মনিরুজ্জামান, আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ), ফারুক হাসান, খন্দকার রফিকুল ইসলাম এবং প্রয়াত আব্দুল্লাহ হিল রাকিবের সহধর্মিণী আফরোজা শাহীন প্রমুখ। স্বাগত বক্তব্য দেন বিজিএমইএর সিনিয়র সহ সভাপতি ইনামুল হক খান।
অনুষ্ঠানে বক্তারা আব্দুল্লাহ হিল রাকিবের বর্ণাঢ্য কর্মজীবন ও বাংলাদেশের পোশাক শিল্পে তার অসামান্য অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, দেশের অন্যতম সফল উদ্যোক্তা, পোশাক শিল্পের এক অগ্রপথিক প্রয়াত আব্দুল্লাহ হিল রাকিব পোশাক শিল্পের উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। বিশেষ করে তিনি পোশাক শিল্পের উন্নয়নে নীতি প্রণয়ন এবং শিল্পকে ১০০ বিলিয়ন ডলার রপ্তানি আয়ের লক্ষ্যে নিয়ে যেতে ব্যাপক কাজ করেছেন। পোশাক খাতের বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশকে সাফল্যের পথে নিয়ে যেতে তার অবদান অনস্বীকার্য।
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান স্মৃতিচারণ করে বলেন, আব্দুল্লাহ হিল রাকিব একজন অসাধারণ মানুষ ছিলেন, যিনি একের পর এক বন্ধ শিল্প প্রতিষ্ঠান কিনে চালু করে সেগুলো পরিবেশবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করেছেন। এটি পরবর্তী প্রজন্মের জন্য প্রেরণা হয়ে থাকবে।
বিজিএমইএ সভাপতি আরও বলেন, প্রয়াত আব্দুল্লাহ হিল রাকিবের স্বপ্নগুলো বাস্তবায়ন, যেমন পোশাক শিল্পের রপ্তানি আয় ৫০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করা গেলে তার কাজকে যথাযথভাবে সম্মান জানানো হবে।
পরে প্রয়াত আব্দুল্লাহ হিল রাকিবের আত্মার মাগফিরাত কামনা করে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় হতাহতদের জন্য এবং সাম্প্রতিক সময়ে মৃত্যুবরণকারী পোশাক শিল্পের দুই উদ্যোক্তা সুলতান আহমেদ ও কর্নেল (অব.) আনোয়ারুল আজিমের জন্যও দোয়া করা হয়।
এধরনের খবর পড়তে ভিজিট করুন সোনালি বাংলা নিউজ।