বাংলাদেশের ক্লাবকে ফিফার নিষেধাজ্ঞা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব ফিফার নিষেধাজ্ঞায় পড়েছে। উজবেকিস্তানের ফুটবলার সারদোর জাকানোভের পারিশ্রমিক বকেয়ার অভিযোগের ভিত্তিতে এই নিষেধাজ্ঞা এসেছে। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) একটি দায়িত্বশীল সূত্র।

ফিফার নিষেধাজ্ঞার ফলে আসন্ন মৌসুমের দলবদল কার্যক্রমে অংশ নিতে পারবে না ফকিরেরপুল। অর্থাৎ, নতুন কোনো খেলোয়াড় দলে ভেড়ানোর অনুমতি নেই ক্লাবটির। উল্লেখযোগ্যভাবে, বাংলাদেশের ক্লাবগুলো সাধারণত এক মৌসুমের চুক্তিতে ফুটবলারদের নেয়। ফলে আগের মৌসুমে যারা খেলেছেন, তারাও এবার থাকবেন কিনা, সে বিষয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ অশালীন আচরণের কারণে আইসিসির নিষেধাজ্ঞায় মার্টিনেজ

ফকিরেরপুল ক্লাবের সাধারণ সম্পাদক আহমেদ আলী বিষয়টি নিয়ে কাজ চলছে বলে জানিয়ে তিনি বলেন, একজন খেলোয়াড় অভিযোগ করেছে পারিশ্রমিক নিয়ে। তাকে নাকি খাবার দাবারও ভালোভাবে দেয়া হয়নি। তাকে আগের কমিটির লোকজন ক্লাবে এনেছে। সমস্যা সমাধানে আমরা কাজ করছি।

জানা গেছে, উজবেক ফুটবলার সারদোর জাকানোভ গত মৌসুমে ফকিরেরপুলের হয়ে ৯ ম্যাচে ৩ গোল ও ২ অ্যাসিস্ট করেন। তবে লিগের প্রথম পর্বের পর থেকেই তিনি আর মাঠে নামেননি। তাঁর এখনো প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকা পারিশ্রমিক বকেয়া রয়েছে।

গত মৌসুমে ফকিরেরপুল ১৮ ম্যাচে ১৯ পয়েন্ট অর্জন করে অষ্টম স্থান অর্জন করে। নতুন মৌসুমের দল গঠনের জন্য ক্লাবটির এখন ১৪ আগস্টের মধ্যে ফিফার নিষেধাজ্ঞা তুলে নেয়া জরুরি, কারণ ওই দিনই শেষ হচ্ছে দলবদলের সময়সীমা।

এই অবস্থায় ক্লাবটির ভবিষ্যৎ পরিকল্পনা ও প্রস্তুতি গুরুতর অনিশ্চয়তার মুখে পড়েছে।

এধরনের খবর পড়তে ভিজিট করুন সোনালি বাংলা নিউজ