গতকাল মঙ্গলবার বিকেলেই বাংলাদেশ জাতীয় দলের হেডকোচ চন্ডিকা হাথুরুসিংহেকে বহিস্কারের সিদ্ধান্ত জানায় বিসিবি। সঙ্গেসঙ্গেই বলা হয়, ওয়েস্ট ইন্ডিজের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় করা কোচ ফিল সিমন্স হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের অন্তর্বর্তীকালীন হেডকোচ। সেই ঘোষণা পেরুবার ২৪ ঘণ্টা পার না হলেই সকালে ঢাকায় পা রেখেছেন নতুন কোচ সিমন্স।