চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। আসন্ন এই সিরিজের প্রথম টেস্টের জন্য ইতোমধ্যেই ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। দলের আছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, জাসপ্রিত বুমরাহর মতো অভিজ্ঞ ক্রিকেটাররা।
এবার সেই ম্যাচের জন্য ভারতের একাদশ সাজিয়েছেন ব্র্যাড হগ। অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটার গতকাল নিজের ইউটিউব চ্যানেলে সেটি প্রকাশ করেছেন। হগ তার একাদশে উদ্বোধনী জুটিতে রেখেছেন রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়ালকে। তিন নম্বরে রেখেছেন শুবমান গিলকে।
হগের পছন্দের একাদশে চার নম্বরে রেখেছেন অভিজ্ঞ বিরাট কোহলিকে। টেস্টে সব সময় ছয়-সাতে ব্যাট করা জাদেজাকে পাঁচ উঠিয়ে এনেছেন হগ। ছয়ে রেখেছেন সরফরাজ খানকে। উইকেটরক্ষক ঋষভ পন্ত সাত নম্বরে খেলবেন হগের একাদশে।
অশ্বিনকে রাখা হয়েছে আট নম্বরে। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও কার্যকরী হতে পারেন তিনি। বিশেষজ্ঞ বোলার হিসেবে খেলবেন কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরাহ।
সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ১৯ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত। চেন্নাই হবে এই ম্যাচটি। এরপর ২৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত কানপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। দুটি ম্যাচই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
হগের পছন্দের ভারত একাদশ-
রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুবমান গিল, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, সরফরাজ খান, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরাহ।