ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আজ সোমবার দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি পালিত হচ্ছে। এ বিক্ষোভের বিষয়ে ঢাকায় মার্কিন দূতাবাস দেশটির নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে।
আজ ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন ছাত্রসংগঠন, রাজনৈতিক দল ও নাগরিক সংগঠন এ বিক্ষোভ কর্মসূচি পালন করছে। এই সতর্কতার অংশ হিসেবে দুপুরের পর দূতাবাস থেকে দেওয়া বিভিন্ন সেবা সীমিত করা হয়।
মার্কিন দূতাবাস এক বিবৃতির মাধ্যমে বাংলাদেশে অবস্থানরত দেশটির নাগরিকদের বড় ধরনের জমায়েত ও বিক্ষোভের স্থানগুলো এড়িয়ে চলতে নির্দেশনা দিয়েছে।
ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে ঢাকায় মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভইসরায়েলি বর্বরতার প্রতিবাদে ঢাকায় মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ
এর আগে আজ বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে গুলশানে মার্কিন দূতাবাস এলাকায় মিছিল বের করেন একদল তরুণ। মার্কিন দূতাবাসের সামনে মহাসড়কে অবস্থান নেন তাঁরা। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মিছিলটির সামনে ছিলেন পুলিশ সদস্যরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকাল থেকে মার্কিন দূতাবাসের সামনে অবস্থান করছে সেনাবাহিনী। অধিকাংশ মানুষকে তল্লাশি করা হচ্ছে। কাউকেই ফুটপাতে বা রাস্তায় দাঁড়াতে দেয়া হচ্ছে না।
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ মার্কিন দূতাবাসের
