বাংলাদেশ অপ্টোমেট্রিক সোসাইটির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ

অপ্টোমেট্রি (দৃষ্টি বিজ্ঞান) পেশাটি চিকিৎসা বিজ্ঞানের একটি উল্লেখযোগ্য শাখা। এই বিষয়ে যারা পড়াশোনা করে ডিগ্রি অর্জন করেন, তারা অপ্টোমেট্রিস্ট (দৃষ্টি বিশেষজ্ঞ) নামে পরিচিত।
আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তান ,ভারত, নেপাল, শ্রীলংকা সহ উন্নত বিশ্ব যেমন- ইউরোপ, আমেরিকা, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়ার মত বাংলাদেশেও অপ্টোমেট্রি পেশাধারীগন প্রাথমিক চক্ষু চিকিৎসা ও দৃষ্টিগত ত্রুটির চিকিৎসা প্রদানে চক্ষু বিশেষজ্ঞদের সহায়ক হিসেবে বিভিন্ন হাসপাতাল ও ইনিষ্টিটিউটে কয়েক যুগ ধরে শহর, উপ-শহর, প্রত্যন্ত গ্রামাঞ্চলে তথা প্রান্তিক জনগোষ্ঠীর দৃষ্টি সেবায় বিশেষ অবদান ও দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছেন।

গোটা বিশ্বে অপ্টোমেট্রি একটি স্বীকৃত ‘স্বতন্ত্র’ পেশা। কিন্তু কিছুদিন যাবত একটি দুষ্কৃতকারী গোষ্ঠী এই সম্মানজনক পেশাজীবীদের মধ্য থেকে বিশেষ যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের নিয়ে নেতিবাচক অপপ্রচার করে তাদের সম্মান ক্ষুন্ন করার অপচেষ্টা চালাচ্ছে।
বাংলাদেশ সরকারের দপ্তরে নিবন্ধিত বৈধ প্রতিষ্ঠান-
“বাংলাদেশ অপ্টোমেট্রিক সোসাইটি” (বিওএস) এর পক্ষ থেকে আমরা তাদের এহেন হীনমন্য ও জ্ঞানহীন কার্যকলাপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ।

উল্লেখ্য যে ,আমাদের দেশ উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশসমূহের স্তরে ক্রমান্বয়ে এগিয়ে যাচ্ছে! তাই যুগের সাথে তাল মিলিয়ে উন্নত বিশ্বের ন্যায়, আমাদের দেশেও চক্ষু চিকিৎসা বিজ্ঞানের অতীব প্রয়োজনীয় শাখা অপ্টোমেট্রি (দৃষ্টি বিজ্ঞান) পেশাটি উল্লেখযোগ্য প্রসার লাভ করছে, ফলে দেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলে দৃষ্টিসেবা বঞ্চিত জনগোষ্ঠী অপ্টোমেট্রি পেশাধারী কর্তৃক সহজেই দৃষ্টিসেবা পাচ্ছে!

বর্তমানে দেশের বৃহৎ দুটি মেডিকেল
বিশ্ববিদ্যালয়ের অধীনে ‘বিএসসি ইন অপ্টোমেট্রি’ কোর্স চালু রয়েছে। এছাড়াও দেশের বিভিন্ন হাসপাতাল ও ইনস্টিটিউটে অপথালমোলজিস্ট ও অপ্টোমেট্রিস্টদের সরাসরি তত্ত্বাবধানে অপ্টোমেট্রির বিভিন্ন শাখা যেমন লো-ভিশন, অর্থোপটিকস, কন্টাক্ট লেন্স বিষয়ে ট্রেনিং দেয়া হচ্ছে। এ ছাড়াও বহির্বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অব অপ্টোমেট্রি, মাস্টার্স অব অপ্টোমেট্রিসহ অনেকে ‘পিএইচডি’ ডিগ্রি সম্পন্ন করে আমাদের দেশের অপ্টোমেট্রিস্টরা পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছে।
বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অধীনে স্বতন্ত্র অপ্টোমেট্রি কাউন্সিলে পেশাটি অন্তর্ভুক্তির ব্যাপারে প্রস্তাবনা, বিচার-বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণ অনেক ধাপ এগিয়ে রয়েছে।

এমতাবস্থায়, বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের একজন অপ্টোমেট্রি স্কলারের ব্যাপারে বিশেষ অবগত না হয়ে, আপত্তিকর প্রচারণা নিঃসন্দেহে একটি বড় ধরনের অপরাধ। যারা এ ধরনের অপপ্রচারে লিপ্ত আছেন ,তাদেরকে আমরা বিনয়ের সাথে এইসব অপপ্রচার তুলে নেওয়ার আহ্বান জানাচ্ছি। অন্যথায় আমরা বিকল্প পদ্ধতি অবলম্বন করে বাংলাদেশের অপ্টোমেট্রি পেশাজীবীদের সম্মান রক্ষায় অচিরেই সম্মিলিতভাবে কঠোর প্রতিবাদে অবতীর্ণ হবো।

Bangladesh Optometric Society (BOS)
Date: 09/07/2025
Contact: [email protected]
Website:www.bosociety.org