বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হচ্ছেন আরিফ হোসেন খান

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হতে যাচ্ছেন নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। তিনি কেন্দ্রীয় ব্যাংকের বর্তমান মুখপাত্র হুসনে আরা শিখার স্থলাভিষিক্ত হবেন। কেন্দ্রীয় ব্যাংকের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

রোববার (১৯ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ থেকে এ বিষয়ে এইচআরডি-১ এর পরিচালক জবদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপণে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এ বিষয়ে আরিফ হোসেন খান বলেন, ‘বিষয়টি এখনো আমি জানি না।’

বর্তমান মুখপাত্র হুসনে আরা শিখার কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার রাজশাহীতে ট্রান্সফার হওয়ার কথা ছিল। তবে এখনো সেটি চূড়ান্ত হয়নি।’

গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের কারণে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র পদ থেকে নির্বাহী পরিচালক মেজবাউল হককে সরিয়ে দেয়া হয়। পরে সেখানে নির্বাহী হুসনে আরা শিখাকে নিযুক্ত করা হয়।