বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশ নিষেধাজ্ঞা প্রত্যাহার

অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিতের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যলয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এমন ঘোষণা দিয়েছেন ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান।

তিনি বলেন, ‘বাংলাদেশ ব্যাংকে তথ্য পেতে সাংবাদিকরা আসতে পারবেন। কিছুদিনের জন্য প্রবেশে কিছুটা বিধি-নিষেধ থাকলেও এখন আর প্রবেশে সমস্যা নেই। দেশের ইকোনমিক ক্ষতি হয় এমন সংবাদ আপনারা করবে না বলে আশা করি। তবে যেটা দেশের জন্য উপকার সেই নিউজ আপনারা অবশ্যই করবেন।

তিনি আরও বলেন, আমরা নতুন সরকারের জন্য অপেক্ষা করছি। কিছু সীমাবদ্ধতা করার কারণে আমরা বিভিন্ন অনিয়মের তথ্য প্রকাশ করতে পারিনি। তবে এখন আমরা সবই তুলে ধরব। আপনাদের আসা লাগবে না আমরা আপনাদের কাছে তথ্য পৌঁছিয়ে দেব।

আজ মঙ্গলবার দুপুরে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের নেতাদের সঙ্গে বাংলাদেশ ব্যাংকে যায় ব্যাংক বিটের রিপোর্টাররা। এসময় তারা আজ মঙ্গলবারের মধ্যেই সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আল্টিমেটাম দেন। এরপর নিজেদের মধ্যে আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে বসেন চার ডেপুটি গভর্নর। নানামুখি চাপের কারণে তারা সাংবাদিক নিষেধাজ্ঞা দিয়েছিলেন বলে দুঃখ প্রকাশ করেন। তিক্ত অভিজ্ঞতা ভুলে সকলে মিলে দেশের জন্য কাজ করার আহ্বান জানান ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান।

সাংবাদিকদের পক্ষ থেকে অবিলম্বে ব্যাংক লুটেরা এবং অর্থ পাচারকারীদের তথ্য প্রকাশ করার দাবি জানানো হয়েছে।