বাঘ সংরক্ষণে গণসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে শনিবার ঢাকার হাতিরঝিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে মিনি ম্যারাথন প্রতিযোগিতা ‘প্যানটোনিক্স টাইগার রান ঢাকা ২০২৫’। এ মিনি ম্যারাথনে অংশ নিবেন প্রায় এক হাজার প্রতিযোগী, যাদের প্রত্যেকের উদ্দেশ্য বিপন্ন বাংলার বাঘ ও সুন্দরবন রক্ষায় সামাজিক সচেতনতা গড়ে তোলা। ব্যতিক্রমধর্মী এই মিনি ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। আয়োজনে সহযোগিতা করছে সেফ এবং বাংলাদেশ অ্যাডভেঞ্চার ক্লাব। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এই ইভেন্টের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, পাওয়ার্ড বাই প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। এছাড়া ইভেন্টের অন্যান্য সহযোগী প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ইমপ্রেস ওয়্যার লিমিটেড, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, বাংলাদেশ এ্যাথলেটিক ফাউন্ডেশন, পোলার, আকিজ মোটরস, লিমিটলেস সল্যুশন, আড়াল সি ক্রুজ, সুন্দরী ইকো রিসোর্ট এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতাল। মিডিয়া পার্টনার হিসেবে আছে চ্যানেল আই ও রেডিও ভূমি।
বিশ্বজুড়ে বিপন্ন বন্যপ্রাণী সংরক্ষণের লক্ষ্যে প্রতিবছর ২৯ জুলাই পালিত হয় আন্তর্জাতিক বাঘ দিবস। এই দিবসটি পালনের ঘোষণা আসে ২০১০ সালে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত বাঘ সংরক্ষণ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে, যেখানে বিশ্ব নেতারা বাঘের বিলুপ্তি রোধে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
বাঘ আমাদের জাতীয় পশু এবং গর্বের প্রতীক। বাঘ পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশে বেঙ্গল টাইগারের একমাত্র আবাসস্থল সুন্দরবন। তবে অবৈধ শিকার, বনভূমি উজাড় ও মানুষ-বাঘের সংঘর্ষের কারণে বাঘের অস্তিত্ব বর্তমানে চরম হুমকির মুখে। বর্তমানে এরা মহাবিপন্ন অবস্থায় টিকে আছে।
অনুষ্ঠান সূচিতে বলা হয়েছেÑ অনুষ্ঠান শুরু হবে ভোর ৫ টায় টাইগার রান প্রাক-প্রস্তুতির মধ্য দিয়ে,
এরপর ভোর সাড়ে ৫ টায় টাইগার রান প্রতিযোগিতা শুরু (হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটার প্রাঙ্গণ)। সকাল ৮ টায় হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে আগত অতিথিদের শুভেচ্ছা বক্তব্য ও পুরস্কার। ৯ টায় র্যাফেল ড্র ও সমাপনী অনুষ্ঠান।
ম্যারাথনে অংশগ্রহণকারী প্রত্যেকের জন্য থাকবে আন্তর্জাতিক মানের মেডেল, টিশার্ট, ক্যাপ, ব্যাকপ্যাক ও সার্টিফিকেট। পুরুষ ও নারী ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন, প্রথম রানার্স আপ ও দ্বিতীয় রানার্স আপের জন্য থাকবে যথাক্রমে ২৫ হাজার, ১৫ হাজার ও ১০ হাজার টাকার প্রাইজমানি। এছাড়া শিশুদের দুই ক্যাটাগরিতে (৬-১০ ও ১১-১৪ বছর) চ্যাম্পিয়ন, প্রথম রানার্স আপ ও দ্বিতীয় রানার্স আপের জন্য থাকবে যথাক্রমে ১০ হাজার, ৭ হাজার ও ৫ হাজার টাকার প্রাইজমানি জেতার সুযোগ।
র্যাফেল ড্রতে থাকছে আকর্ষণীয় পুরস্কার। দৌড় শেষে প্রতিযোগীদের বিব নম্বর থেকে র্যাফেল ড্র-এর মাধ্যমে বিজয়ী নির্বাচন করে প্রদান করা হবে একাধিক পুরস্কার। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর সৌজন্যে ঢাকা-গুয়াংজু-ঢাকা, ঢাকা-কাঠমান্ডু-ঢাকা এবং ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটের ১টি করে রিটার্ন ইকোনমি টিকিট। আড়াল সি ক্রুজ-এর সৌজন্যে সুন্দরবন ভ্রমণের ২টি কাপল প্যাকেজ। সুন্দরী ইকো রিসোর্ট-এর সৌজন্যে সুন্দরবনে রাত্রিযাপনসহ ২টি কাপল প্যাকেজ। র্যাফেল ড্র-তে বিজয়ী হতে হলে ড্র-এর সময় ভেন্যুতে উপস্থিত থাকা বাধ্যতামূলক।
বাঘ সংরক্ষণে সচেতনতায় হাতিরঝিলে মিনি ম্যারাথন
