বাজারে এলো অ্যাডোরা পেট শ্যাম্পু

পোষা প্রাণীর স্বাস্থ্যের যত্নে বাজারে এলো উন্নতমানের অ্যাডোরা পেট শ্যাম্পু। ‘অ্যাডোরা অ্যালো-ওটবাথ’ নামের এই শ্যাম্পেু বাজারজাত শুরু করেছে প্রাণ গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান অ্যাডভান্স পার্সোনাল কেয়ার লিমিটেড (এপিসিএল)।

বৃহস্পতিবার রাজধানীর গুলশানে একটি হোটেলে পণ্যটির মোড়ক উন্মোচন করা হয়। এদিন দেশের শীর্ষস্থানীয় ভেটেরিনারি চিকিৎসকদের নিয়ে পোষা প্রাণীর স্বাস্থ্যসেবা বিষয়ক একটি কর্মশালারও আয়োজন করা হয়।

কর্মশালায় বাংলাদেশ স্মল এনিমেল ভেটেরিনারি অ্যাসোসিয়েশন এর সভাপতি ড. মো রফিকুল ইসলামসহ শীর্ষস্থানীয় ৫০ জন ভেটেরিনারি চিকিৎসক অংশ নেন। সিঙ্গাপুরভিত্তিক মাহা কেমিক্যাল এর বাণিজ্যিক ও প্রযুক্তি বিভাগের প্রধান হং জিনকি ভার্চুয়ালি যুক্ত হয়ে পোষা প্রাণীর স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠানে এপিসিএল এর হেড অব বিজনেস অরুনাংশু ঘোষ ও হেড অব মার্কেটিং নয়ন চন্দ্র রয়সহ কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে অরুনাংশু ঘোষ বলেন, “দেশে পেট লাভারের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তারা পোষা প্রাণীকে পরিবারের সদস্য হিসেবে বিবেচনা করেন এবং স্বাস্থ্যকে সর্বোচ্চ অগ্রাধিকার দেন। বর্তমানে পেট শ্যাম্পুর বাজার বার্ষিক প্রায় ৯০ কোটি টাকা। এছাড়া এ বাজার প্রতিবছর ২০ শতাংশ হারে বাড়ছে। তাই সম্ভাবনায় এ খাতে আমরা বিনিয়োগ করছি এবং পোষা প্রাণীর স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন পণ্য বাজারে আনার চেষ্টা করছি। ”।

তিনি আরও বলেন, “আমাদের পণ্য বিপণনের অন্যতম লক্ষ্য আন্তর্জাতিক বাজার বিশেষ করে উত্তর আমেরিকা ও ইউরোপের দেশসমূহ। এসব বাজারে পোষা প্রাণীর স্বাস্থ্যবিষয়ক পণ্যের চাহিদা সবচেয়ে বেশি। পেট শ্যাম্পুর বার্ষিক বাজার প্রায় ৬০ কোটি মার্কিন ডলারের। তাই আন্তর্জাতিক বাজারকে লক্ষ্য করেই আমাদের পেট শ্যাম্পুর ফর্মুলা তৈরি করেছি”।

অ্যাডোরা অ্যালো-ওটবাথ শ্যাম্পুটি বিভিন্ন ভেটেরিনারি ক্লিনিক, পেট শপের পাশাপাশি ডেইলি শপিং, বেস্ট বাইসহ বিভিন্ন সুপারশপ ও অনলাইন কনাকাটার মাধ্যম অথবা ডটকমে পাওয়া যাচ্ছে।