বাফুফে নির্বাচনের তফসিল ঘোষণা, মনোনয়নপত্র বিতরণ শুরু বুধবার

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৬ অক্টোবর। নির্বাচন সামনে রেখে সোমবার তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন।

নির্বাচনে অংশ নিতে আগ্রহী ব্যক্তিরা আগামী ৯ অক্টোবর থেকে মনোনয়নপত্র সংগ্রহ শুরু হবে, যা ১২ অক্টোবর পর্যন্ত চলবে। সভাপতি পদে ১ লাখ, সিনিয়র সহ-সভাপতি পদে ৭৫ হাজার, সহ-সভাপতি পদে ৫০ হাজার ও সদস্যপদে মনোনয়নপত্রের মূল্য ২৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

মতিঝিলে অবস্থিত বাফুফে ভবনে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। তবে ১১ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষ্যে সরকারি ছুটি থাকায় সেদিন নির্বাচন সংক্রান্ত সকল কার্যক্রম বন্ধ থাকবে।

মনোনয়নপত্র ১৪ ও ১৫ অক্টোবর জমা দিতে হবে। এরপর ১৬ অক্টোবর নির্বাচন কমিশন সেগুলো যাচাই-বাছাই করবে। মনোনয়নপত্রের বিষয়ে কারোর আপত্তি থাকলে ৫০ হাজার টাকা প্রদান সাপেক্ষে ১৭ অক্টোবর আপিল করা যাবে। পর দিন আপিল কমিশন শুনানি করবে। মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য দেড় দিন সময় দেওয়া হয়েছে। ১৯ অক্টোবর সারাদিন ও ২০ অক্টোবর দুপুর ২টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করা যাবে।

২৬ অক্টোবর ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে সকালে বাফুফের বার্ষিক সাধারণ সভা। ঐ দিন দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। ভোট গ্রহণ শেষে শুরু হবে গণনা। সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, ৪ সহ-সভাপতি ও ১৫ সদস্যের নির্বাহী কমিটি নির্বাচনের জন্য ১৩৩ জন কাউন্সিলর ভোট প্রদান করবেন।