বায়ুদূষণ রোধে দুরন্ত বাইসাইকেলের ‘বিষবায়ু’ ক্যাম্পেইন শুরু

পরিবেশবান্ধব যানবাহনের ব্যবহার বাড়িয়ে বায়ুদূষণ রোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে আরএফএলের বাইসাইকেল ব্র্যান্ড দুরন্ত।

বুধবার (৭ মে) রাজধানীর বাড্ডার প্রাণ সেন্টারে ‘বিষবায়ু’ নামের এই মাসব্যাপী ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল বলেন, বায়ুদূষণের অন্যতম প্রধান কারণ হলো যানবাহনের কালো ধোঁয়া। এ ধোঁয়া শুধু পরিবেশ নয়, মানুষের জীবনকেও হুমকির মুখে ফেলছে। তাই নাগরিকদের সচেতনতা এবং সক্রিয় অংশগ্রহণ ছাড়া এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।

তিনি জানান, ‘বিষবায়ু’ ক্যাম্পেইনের আওতায় রাজধানীর বিভিন্ন সড়কে পৃথক সাইকেল লেনের দাবিতে নাগরিক মতামত সংগ্রহ করা হবে এবং তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। পাশাপাশি ঢাকার বিভিন্ন আবাসিক এলাকায় সাইকেল লেন চিহ্নিত করার কাজও শুরু হবে।

আর এন পাল আরও বলেন, আমরা চাই সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর ও বাসযোগ্য পরিবেশ গড়ে উঠুক ভবিষ্যৎ প্রজন্মের জন্য। দুরন্ত কেবল বাইসাইকেল বিক্রি করছে না, আমরা চাই মানুষের জীবনযাত্রায় টেকসই পরিবর্তন আনতে।

আরএফএলের প্রধান বিপণন কর্মকর্তা মোহাম্মদ আল্লামা মুর্শিদ মুনীম জানান, ক্যাম্পেইনের অংশ হিসেবে শিগগিরই ‘দুরন্ত বাংলাদেশ’ নামে একটি মোবাইল অ্যাপ চালু করা হবে। এ অ্যাপ ব্যবহারকারীরা সাইকেল চালানোর মাধ্যমে ‘কার্বন ক্রেডিট’ অর্জন করবেন। পরে এ ক্রেডিট ব্যবহার করে দুরন্তের বিভিন্ন পণ্য ও সেবায় ছাড় পাওয়া যাবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দুরন্ত বাইসাইকেলের হেড অব মার্কেটিং শরিফুল ইসলাম ও ব্র্যান্ড ম্যানেজার খন্দকার আরিফ হোসেন।