বিআইসিএম থেকে চাকরিচ্যুত সানাউল্লাহ

বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) গাড়ি চালক (শিক্ষানবিশ) পদ থেকে চাকরিচ্যুত হয়েছেন মো. সানাউল্লাহ। চাকরির আবেদন পত্রে মিথ্যা তথ্য প্রদান এবং ভূয়া অভিজ্ঞতা সনদপত্র জমা দেয়ার মাধ্যমে প্রতারণা করার কারণে গত ১১ মার্চ তার নিয়োগ আদেশ বাতিল করা হয়েছে।

ভূয়া অভিজ্ঞতা ও প্রতারণা করার কারণে আইনগত ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে গত ১১ মার্চ শাহবাগ থানায় তার বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শাহবাগ থানার জিডি নম্বর: ৭৬৮।

জিডিতে অভিযোগ করা হয়, বরিশালের বানারীপাড়া উপজেলার করফাকর গ্রামের মৃত ইউসুফ মৃধার ছেলে মো. সানাউল্লাহ বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেটে (বিআইসিএম) গাড়িচালক (শিক্ষানবিশ) হিসেবে গত বছরের ২৪ ডিসেম্বর যোগদান করেছেন। সানাউল্লার বিরুদ্ধে চাকরির আবেদন পত্রে মিথ্যা তথ্য প্রদান এবং ভূয়া অভিজ্ঞতার সনদপত্র দাখিলের অভিযোগ পাওয়া গেছে। তিনি চাকরির আবেদনপত্রে আজিজ এন্ড কোম্পানি লিমিটেড (হাউজ নং- ১৬, রোড নং- ১, ব্লক- বি, নিকেতন, গুলশান-১, ঢাকা-১২১২)-এ গাড়িচালক হিসেবে ০৬ বছরের কর্ম অভিজ্ঞতার কথা উল্লেখ করেছেন এবং প্রমাণক হিসেবে উক্ত প্রতিষ্ঠানের একটি অভিজ্ঞতার সনদপত্র দাখিল করেছেন।

ইন্সটিটিউট কর্তৃক তার অভিজ্ঞতার সনদপত্র যাচাইকালে আজিজ এন্ড কোম্পানি লিমিটেড থেকে লিখিতভাবে জানানো হয়েছে, তিনি কখনো আজিজ এন্ড কোম্পানির এ ড্রাইভার (গাড়িচালক) পদে চাকরি করেননি এবং তার দাখিলকৃত অভিজ্ঞতার সনদপত্রটি সম্পূর্ণ মিথ্যা।

ইন্সটিটিউট কর্তৃক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির ০৬ নং শর্তে অনুযায়ী, কোন তথ্য গোপন করে বা ভুল তথ্য প্রদান করে চাকরিতে নিয়োগপ্রাপ্ত হলে এবং পরবর্তীতে যে কোন সময় প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগাদেশ বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়াও, ইন্সটিটিউট কর্তৃক প্রদত্ত তার নিয়োগপত্রের ০৯ নং শর্তানুযায়ী, প্রার্থীর কোন তথ্য ও সনদপত্র ভূয়া/মিথ্যা/জালিয়াতি প্রমাণিত হলে এ নিয়োগ সরাসরি বাতিল বলে গণ্য হবে।

এর পরিপ্রেক্ষিতে চাকরির আবেদনপত্রে অভিজ্ঞতার বিষয়ে মিথ্যা তথ্য প্রদান ও ভূয়া অভিজ্ঞতার সনদপত্র দাখিলের মাধ্যমে প্রতারণার আশ্রয় নেয়ায় ইন্সটিটিউট কর্তৃক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির ০৬ নং শর্ত, নিয়োগপত্রের ০৯ নং শর্ত এবং বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেটের কর্মচারী চাকরি প্রবিধানমালা, ২০২৩-এর ৬৫ নং প্রবিধি অনুযায়ী গাড়িচালক পদে তার নিয়োগ গত ১১ মার্চ হতে বাতিল করা হয়েছে।

এবিষয়ে বিআইসিএম’র নির্বাহী প্রেসিডেন্ট (ভারপ্রাপ্ত) নাজমুছ সালেহীন বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সানাউল্লাহের নিয়োগ বাতিল করা হয়েছে। এ ব্যাপারে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।