বিইআরসিকে তার ক্ষমতায় প্রতিষ্ঠিত করতে হবে : শামসুল আলম

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে (বিইআরসি) তার ক্ষমতায় প্রতিষ্ঠিত করতে হবে বলে মন্তব্য করেছেন জ্বালানি বিশেষজ্ঞ এম শামসুল আলম।

রোববার (২৩ মার্চ) বিইআরসি কর্তৃক আয়োজিত নতুন ফুয়েলের মূল্য নির্ধারণ বিষয়ক গণশুনানিতে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জ্বালানি পণ্যের মূল্য নির্ধারণের ক্ষেত্রে ভোক্তারাই সরকারের কাছে প্রস্তাব পাঠাতে পারে, সরকার সেটা বিবেচনা করবে। কারণ বিপিসি, পিডিবি, আরইবি কেউ আদতে সমস্যার সমাধান করতে পারবে না। সরকারি এ অঙ্গপ্রতিষ্ঠানগুলো বিগত সময়ে যে ধারাবাহিকতার মধ্যে দিয়ে এসেছে, সেটা হয়ত আর স্বাভাবিক হবে না। সুতরাং বিইআরসিকে তার ক্ষমতায় প্রতিষ্ঠিত করতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশে তেলের দাম বাড়ানো হলে ওভার-অল সবকিছুর ট্রেড বেড়ে যায়। তেলের দাম ২০ টাকা বাড়লে পরিবহনের ভাড়া বাড়ে কয়েকগুণ। সরকার যদি তেলের দাম বাড়ায়, তাহলে বিমানের ভাড়া বাড়ানোর সুযোগও তৈরি হয়ে যায়।

জ্বালানি বিশেষজ্ঞ শামসুল আলম বলেন, লাইসেন্সধারীদের জন্য বিতরণ ও বিপণনের চার্জহার নির্ধারণ করতে হলে তাদের সব জ্বালানি বিতরণ ও বিপণনের জন্য ন্যায্য ও যৌক্তিক, লুণ্ঠনমুক্ত রাজস্ব চাহিদা নিশ্চিত হতে হবে। এই বিতরণ ও বিপননের চার্জহার বিইআরসিকে দাখিল করার জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনসহ সব প্রতিষ্ঠানকে নির্দেশনা দেওয়া যেতে পারে। আমার মতে গণশুনানির সূত্রে বিইআরসি এ কাজটা সহজেই করতে পারে।