বিএনপির শ্রমিক সমাবেশ, মঞ্চে চলছে গান

মহান মে দিবস উপলক্ষ্যে শ্রমিক সমাবেশের আয়োজন করেছে বিএনপির। বৃহস্পতিবার (১ মে) দুপুর ২টা ৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নেবেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাসসহ স্থায়ী কমিটির সদস্যরাও যোগ দেবেন।

ইতোমধ্যে সমাবেশ মঞ্চে চলছে বিএনপির ঘরানার শিল্পীদের গান পরিবেশন।

শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত সমাবেশে অংশ নিতে ইতোমধ্যে রাজধানীসহ আশপাশের জেলার বিএনপির নেতাকর্মী সমাবেশ স্থলে জড়ো হতে শুরু করেছে।

অন্যদিকে সমাবেশের প্রথম পর্যায়ে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) শিল্পীরা দেশাত্মবোধক গান ও গণসংগীত পরিবেশন করছে।

এদিকে, সমাবেশ ঘিরে নয়াপল্টন, কাকরাইল এলাকায় যানচলাচল বন্ধ হয়ে গেছে।