বিএনপির ৫২৪ নেতাকর্মীর মৃত্যুর ঘটনায় ট্রাইব্যুনালে অভিযোগ

বৈষম্যবিরোধী আন্দোলনে সারাদেশে বিএনপির ৫২৪ জন নেতাকর্মীর মৃত্যুর ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে দলটি।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর কার্যালয়ে এ অভিযোগ দায়ের করা হয়।

বিএনপির মামলা বিষয়ক তথ্য সেলের সমন্বয়ক সালাউদ্দিন খান এ অভিযোগ জমা দেন।

তিনি জানান, আন্দোলনে ৫২৪ জন নেতাকর্মীসহ মোট ৮৪৮ জন মারা গেছেন। বাকিরা বিএনপির নেতাকর্মীদের আত্মীয়।