অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে চারহাত এক করছেন নাগা চৈতন্য। বুধবার (৪ ডিসেম্বর) রাতে মালাবদল করলেন এই তারকা জুটি।
ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, প্রাক্তন স্ত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে বৈবাহিক সম্পর্কে থাকাকালীনই নাগার জীবনে শোভিতার প্রবেশ। যে কারণে ২০২১ সালে দাম্পত্যে ইতি টেনেছিলেন নাগা ও সামান্থা।
বিচ্ছেদের খবর নিজেরাই সে সময় প্রকাশ করেছিলেন। বিচ্ছেদের পর ভরণপোষণ বাবদ সামান্থাকে ২০০ কোটি টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন নাগা চৈতন্য। কিন্তু সেই টাকা নিতে রাজি হননি অভিনেত্রী।
নিয়ম অনুযায়ী, সামান্থার নাকি ৫০ কোটি টাকা ভরণপোষণ পাওয়ার কথা ছিল। কিন্তু নাগা চৈতন্য তাকে ২০০ কোটি টাকা ভরণপোষণ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন।
ঘনিষ্ঠ সূত্র আরও জানায়, সামান্থা নাকি এক টাকাও নাগা চৈতন্যের থেকে নিতে রাজি হননি। কারণ বিচ্ছেদের ঘটনায় অভিনেত্রী খুবই ভেঙে পড়েছিলেন। তার কেবল সম্পর্ক থেকে শুধু ভালোবাসাটাই প্রয়োজন ছিল। যেহেতু সম্পর্কটাই নেই, তাই সেই সম্পর্ক থেকে কোনো কিছু আদায় করতেও চাননি।
২০১০-এ একটি সিনেমার সেট থেকে আলাপ ও প্রেম নাগা ও সামান্থার। দীর্ঘদিন সম্পর্কে থাকার পরে ২০১৭-য় গোয়ায় বিয়ে করেছিলেন এই তারকা জুটি। বিয়ের চার বছরের মাথায় ভেঙে যায় নাগা-সামান্থার সংসার।
বিচ্ছেদ পরবর্তী সময় নাকি খুব কঠিন হয়ে পড়েছিল সামান্থার জন্য। রীতিমতো অবসাদে ভুগতেন অভিনেত্রী। শারীরিকভাবেও অসুস্থ হয়ে পড়েছিলেন। সেই খারাপ সময় কাটিয়ে লড়াই করেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন দক্ষিণী এই সুপারস্টার।
এদিকে সামান্থার সঙ্গে বিচ্ছেদের পর জীবনের নতুন ইনিংস শুরু করেছেন নাগা। বুধবার রাতেই অভিনেত্রী শোভিতা ধুলিপালার গলায় মালা দিয়েছেন তিনি।