বিমানবন্দরে গ্রেফতার বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত সচিব ইসমাইল

যুক্তরাষ্ট্রে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত সচিব ইসমাইল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের (প্রশাসন) ১১তম ব্যাচের সদস্য এবং সাবেক ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ছিলেন।

শুক্রবার (২০ ডিসেম্বর) আটকের পর ডিবি পুলিশের একটি দল তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করে। এরপর ইসমাইল হোসেনকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। একইসঙ্গে তাকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) সকালে ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আমরা বিমানবন্দর থেকে তাকে আটক করে থানায় দিয়েছি। তার নামে মামলা আছে কি-না তা যাচাই করছে পুলিশ।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এরশাদ আহমেদ বলেন, বিমানবন্দর টার্মিনাল থেকে শুক্রবার রাতে সন্দেহভাজন হিসেবে ইসমাইল হোসেনকে আটক করা হয়। পরে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

সাতদিনের রিমান্ড চাওয়া হয়েছে জানিয়ে ওসি বলেন, সাবেক এই সচিবের বিরুদ্ধে দেশের কোথাও কোনো মামলা রয়েছে কি না, সেটা যাচাই-বাছাই চলছে।