বিশ্বের শীর্ষ ২০ ধনী শহরের তালিকায় প্রবেশ করেছে দুবাই। সংযুক্ত আরব আমিরাতের অর্থনৈতিক-বাণিজ্যিক কেন্দ্রে হিসেবে পরিচিত এই শহরটিতে বর্তমানে বসবাস করছেন ৮১ হাজার মিলিয়নিয়ার (অন্তত ১০ লাখ ডলারের মালিক), ২৩৭ জন সেন্টি মিলিওনিয়ার (যাদের সম্পদের পরিমাণ ১০ কোটি ডলারের বেশি) এবং ২০ জন বিলিওনিয়ার (যাদের সম্পদের পরিমাণ ১০০ কোটি ডলার কিংবা তার বেশি)।
ব্রিটেনভিত্তিক বিনিয়োগ ও আবাসন বিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান মঙ্গলবার ‘ওয়ার্ল্ড ওয়েলদিয়েস্ট সিটিস রিপোর্ট ২০২৪’ নামে একটি প্রতিবেদেন প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, বর্তমানে বিশ্বের ধনীতম ২০ শহরের মধ্যে দুবাইয়ের অবস্থান ১৮তম।
বিশ্বের ধনীতম দেশের তালিকায় ঢোকার পাশাপাশি আরব বিশ্বের শীর্ষ ধনী শহরের তকমাও অর্জন করেছে দুবাই।
বস্তুত, বছরের পর বছর ধরে বিনিয়োগ, বাণিজ্য অন্যতম কেন্দ্রস্থল দুবাই। এ কারণে বৈশ্বিক ধনকুবেররাও ভিড় করেন দুবাইয়ে। তাদের অনেকে সেখানে স্থায়ীভাবে বসবাসও করছেন।
মঙ্গলবারের প্রতিবেদনে হেনলি অ্যান্ড পার্টনার্স জানিয়েছে, গত এক দশকে দুবাইয়ে ধনকুবেরদের যাতায়াত ও অর্থনৈতিক কার্যক্রম বেড়েছে ১০২ শতাংশ। বিশ্বের অন্য কোনো শহরে মাত্র এক দশকে এই মাত্রায় ধনীদের যাতায়াত ও অর্থনৈতিক কার্যক্রম বৃদ্ধির রেকর্ড নেই বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
দুবাইয়ের পাশাপাশি এক্ষেত্রে এগোচ্ছে আমিরাতের রাজধানী আবুধাবিও। হেনলি অ্যান্ড পার্টনার্সের তথ্য অনুসারে, ২০১৪ থেকে ’২৪— ১০ বছরে আবুধাবিতে মিলিওনিয়ারের সংখ্যা বেড়েছে ৮০ শতাংশ। আবুধাবিতে বর্তমানে বসবাস করছেন ১৭ হাজার ৮০০ জন মিলিওনিয়ার।
সূত্র : গালফ নিউজ