বীর মুক্তিযোদ্ধা মোঃ এবায়েদুল হক চাঁন বরিশাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র প্রেসিডেন্ট নির্বাচিত

বীর মুক্তিযোদ্ধা মোঃ এবায়েদুল হক চাঁন বরিশাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (বিসিসিআই)-এর ২০২৪-২০২৫ ও ২০২৫-২০২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটির দ্বিবার্ষিক নির্বাচনে প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন। জনাব চাঁন এর আগেও ২০০০-২০০২, ২০০৪-২০০৬ ও ২০০৬-২০০৮ মেয়াদে বরিশাল চেম্বারের প্রেসিডেন্ট ছিলেন। তিনি দেশের শীর্ষস্থানীয় বাণিজ্য সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর ২০০৩-২০০৫, ২০০৫-২০০৭ এবং ২০০৮-২০১০ মেয়াদের পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেছেন। জনাব চাঁন বরিশালের স্বনামধন্য অভিরুচি কমপ্লেক্স এর স্বত্তাধিকারী ও এগ্রোবেজড বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে জড়িত।

এছাড়াও তিনি বরিশাল ইসলামিয়া আরবান সমবায় সমিতি লি: এর সভাপতি, এ. করিম আইডিয়াল কলেজ-এর প্রতিষ্ঠাতা ও সদস্য, বরিশাল ইসলামিয়া কলেজ এবং সাবেক সভাপতি, খাজা মঈন উদ্দিন চিশতী (রঃ) মাদরাসা ও সভাপতি, কাজীর গোরস্থান জামে মসজিদ । তিনি বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, বরিশাল ইউনিটের আজীবন সদস্য।

উপরোক্ত প্রেস বিজ্ঞপ্তিটি আপনার স্বনামধন্য দৈনিক পত্রিকায় ছাপানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।