দেশের ৮টি শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত আজকের এইচএসসি পরীক্ষায় নকল ও অসদুপায় অবলম্বনের দায়ে ৯ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একইসাথে পরীক্ষায় অনুপস্থিত ছিল ৮ হাজার ৯৫৬ জন শিক্ষার্থী।
বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে শিক্ষা বোর্ডগুলোর পাঠানো পরীক্ষাসংক্রান্ত প্রতিবেদনের ভিত্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
এতে জানানো হয়েছে, আজ পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) ১ম পত্র, হিসাববিজ্ঞান ১ম পত্র এবং যুক্তিবিদ্যা ১ম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সারা দেশে মোট ১ হাজার ৪০৮টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট পরীক্ষার্থী ছিল ৪ লাখ ৮৯ হাজার ৭৮৪ জন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ৪ লাখ ৮৯ হাজার ৭৮৪ জন। যারমধ্যে অনুপস্থিত ছিল ১ দশমিক ৮৩ শতাংশ শিক্ষার্থী।
আরও পড়ন:বন্যার কারণে ৩ বোর্ডের আজকের এইচএসসি-সমমান পরীক্ষা স্থগিত
সারাদেশের শিক্ষা বোর্ডগুলোর তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, আজকের পরীক্ষায় অনুপস্থিতির হার গড়ে ১ দশমিক ৮৩ শতাংশ।
পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন ২৯৫টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৭৫ হাজার ৮১৪ জন। এর মধ্যে অংশগ্রহণ করেছে ১ লাখ ৭৩ হাজার ২২৪ জন এবং অনুপস্থিত ছিল ২ হাজার ৫৯০ জন। অনুপস্থিতির হার ১ দশমিক ৪৭ শতাংশ।
রাজশাহী বোর্ডের ২০৭টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ৫৬ হাজার ৭০৬ জন। এর মধ্যে ৫৫ হাজার ৪৬৩ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং অনুপস্থিত ছিল ১ হাজার ২৪৩ জন। যার পরিমাণ ২ দশমিক ১৯ শতাংশ। নকলের দায়ে বহিষ্কার করা হয় ১ শিক্ষার্থীকে।
যশোর বোর্ডে পরীক্ষা হয় ২৪০টি কেন্দ্রে। মোট পরীক্ষার্থী ছিল ৩৯ হাজার ৫০৫ জন, অংশগ্রহণ করেন ৩৮ হাজার ৫৭১ জন, আর অনুপস্থিত ছিল ৯৩৪ জন। যার পরিমাণ মোট শিক্ষার্থীর ২ দশমিক ৩৬ শতাংশ। বহিষ্কার হয়েছে ২ শিক্ষার্থী।
চট্টগ্রাম বোর্ডে ১১৫টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট পরীক্ষার্থী ছিল ৭৩ হাজার ২৬৮ জন, অংশগ্রহণ করেন ৭১ হাজার ৯৮৮ জন এবং অনুপস্থিত ছিলেন ১ হাজার ২৮০ জন, অনুপস্থিতির হার ১ দশমিক ৭৫ শতাংশ। বহিষ্কৃত হয়েছে ২ জন পরীক্ষার্থী।
সিলেট বোর্ডের ৮৮টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ৪৩ হাজার ৯৮৮ জন। পরীক্ষায় অংশ নেন ৪৩ হাজার ১৬০ জন, অনুপস্থিত ছিলেন ৮২৮ জন, অনুপস্থিতির হার ১ দশমিক ৮৮ শতাংশ।
বরিশাল বোর্ডে পরীক্ষা হয় ১৪৪টি কেন্দ্রে। মোট পরীক্ষার্থী ছিল ২৪ হাজার ৫৯ জন, অংশগ্রহণ করেছেন ২৩ হাজার ৫১৯ জন এবং অনুপস্থিত ৫৪০ জন, অনুপস্থিতির হার ২ দশমিক ২৪ শতাংশ। এখানে বহিষ্কার করা হয়েছে ১ শিক্ষার্থীকে।
দিনাজপুর বোর্ডে ২১৩টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিলেন ৪৭ হাজার ৮৭৮ জন। অংশ নিয়েছেন ৪৬ হাজার ৯৩৪ জন, অনুপস্থিত ছিলেন ৯৪৪ জন, হার ১ দশমিক ৯৭ শতাংশ। বহিষ্কৃত হয়েছে ১ জন।
ময়মনসিংহ বোর্ডের ১০৬টি কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন ২৭ হাজার ৯৬৯ জন পরীক্ষার্থী। মোট পরীক্ষার্থী ছিল ২৮ হাজার ৫৬৬ জন, অনুপস্থিত ছিলেন ৫৯৭ জন, অনুপস্থিতির হার ২ দশমিক ০৯ শতাংশ। এখানেও বহিষ্কার করা হয়েছে ২ শিক্ষার্থীকে।
বন্যা পরিস্থিতির কারণে আজকের (১০ জুলাই) পরীক্ষাটি স্থগিত করেছে কুমিল্লা শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। ফলে এ তিন বোর্ডের আজকের পরীক্ষাসংক্রান্ত পরিসংখ্যান এ প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়নি।
এধরনের খবর পড়তে ভিজিট করুন সোনালি বাংলা নিউজ।