বৃহস্পতিবার থেকে বাড়তে পারে শীত

সারা দেশে কয়েক দিন কনকনে ঠান্ডা আর হিমেল হাওয়ার পর দুদিন ধরে শীত কিছুটা কমেছে। তবে আগামী বৃহস্পতিবার (৯ জানুয়ারি) থেকে দেশের ওপর দিয়ে আরেকটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ আবদুর রহমান বলেন, আগামী দুই থেকে তিন দিন ঢাকায় দিন এবং রাতের তাপমাত্রা আরও কিছুটা বাড়বে। অর্থাৎ, আগামী বুধবার পর্যন্ত বাড়বে। পরদিন থেকে আবার তাপমাত্রা কমে শীতের অনুভূতি বাড়বে। তবে সোমবার ও মঙ্গলবার দেশের বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কয়েক দিন ধরে ঢাকায় তীব্র কুয়াশা আর শীত অনুভূত হচ্ছিল। এর মধ্যে গত শনিবার উঁকি দেয় রোদ, যার দেখা মিলেছে পরদিনও; বেড়েছে তাপমাত্রাও। ঢাকায় শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস; পরদিন রোববার সকালে তা দাঁড়ায় ১৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আর মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এ সময় সামান্য বাড়তে পারে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা।